২০০৯ সাল থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ফেনী পৌরসভার ব্যয়, জনবল, প্রকল্পসহ অন্তত দশ রকমের সুনির্দিষ্ট তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত নোয়াখালী জেলা কার্যালয়। তথ্য চেয়ে কার্যালয়ের উপপরিচালক মোঃ ফারুক আহমেদ স্বাক্ষরিত একটি চিঠি পৌর প্রশাসককে প্রেরণ করা হয়ছে। গত ১১ মার্চ স্বাক্ষরিত চিঠিতে আজ বুধবারের (১৯ মার্চ) মধ্যে তথ্য সরবরাহ করতে অনুরোধ জানানো হয়েছে। দৈনিক ফেনীকে ওই চিঠির সত্যতা নিশ্চিত করেছেন সমন্বিত কার্যালয়ের সহকারি পরিচালক আবদুল্লাহ আল নোমান।

চিঠিতে উল্লেখ করা হয়, সদ্য বদলীকৃত পৌর নির্বাহী কর্মকর্তা আবুজর গিফারী এবং সাবেক নির্বাহী প্রকৌশলী মোঃ আজিজুল হকসহ অন্যান্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধানের জন্য এসব তথ্য চাওয়া হয়েছে।

চিঠিতে উল্লিখিত তথ্যের মধ্যে রয়েছে, ২০০৯ সাল হতে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত ফেনী পৌরসভার মাসভিত্তিক সকল শাখার জনবলের তালিকা, একই সময়ে ফেনী পৌরসভার মাসভিত্তিক কনজারভেন্সি শাখার কর্মচারীদের জনবলের তালিকা এবং বেতন বিলের কপি। এছাড়া ফেনীর সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর বাড়ি, পুকুর ঘাট নির্মাণ, বাড়ির ড্রেনেজ নির্মাণ, আলোকসজ্জা ও পারিবারিক কবরস্থানকে সুসজ্জিতকরণ প্রকল্পের তালিকা ও বিল ভাউচারের কপি চাওয়া হয়েছে। একই সময়ে ফেনী পৌরসভা বাস্তবায়িত বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ, হাট-বাজার, স্কুল কলেজের গেইট নির্মাণ, ফেনী মডেল থানার উন্নয়ন ও দুই পাশে গেইট নির্মাণ, ফেনী জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আমিনুল ইসলাম ও অন্যান্য পুলিশ কর্মকর্তাদের বাসার উন্নয়ন সংক্রান্ত কাজের নথি এবং বিল ভাউচারের কপি, ২০১৮ সালে ফেনী শহরের রাজাঝির দিঘির চারপাশে ওয়াকওয়ে নির্মাণ সংক্রান্ত কাজের দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ হতে বিল পরিশোধ পর্যন্ত কাগজপত্রসহ নথি এবং বিল ভাউচারের কপি। এছাড়া ২০০৯ সাল হতে চলতি বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত ফেনী পৌরসভার বিদ্যুৎ শাখার বৈদ্যুতিক মালামাল ক্রয় সংক্রান্ত নথির নোটশীটসহ বিল ভাউচারের কপি এবং মালামাল বিতরণ, বিলি বন্টন সংক্রান্ত রেজিস্টার, কাগজপত্র এবং সংশ্লিষ্ট অন্যান্য রেকর্ডপত্র চেয়েছে দুদক।



বদলি হলেন আবুজর গিফরী
ফেনী পৌরসভার নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আবুজর গিফরীকে দেবিদ্বার পৌরসভায় বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৮ মার্চ) সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ কবির উদ্দিন স্বাক্ষরিত একটি চিঠি হতে এ তথ্য জানা গেছে। চিঠিতে তাকে আগামী ৮ এপ্রিলের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।