ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুর ফ্লাইওভার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে টিনভর্তি একটি ট্রাক উল্টে আবদুল গনি ইমরান (২৯) নামে এক যুবক নিহত হয়েছে। গতকাল শনিবার (১১ জানুয়ারি) রাত ৮টার দিকে মহাসড়কের ফতেহপুরে ঢাকামুখী লেনে এ ঘটনা ইমরান সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের কেরানী বাড়ির আহসান উল্লাহ’র ছোট ছেলে।

নিহত ইমরানের মামা এনামুল হক জানান, ইমরান গতকাল ভোরে শহরের রামপুরে আমার বাসা থেকে তার মা ও বোনকে নিয়ে চট্টগ্রামের পাহাড়তলীতে চক্ষু হাসপাতালে ডাক্তার দেখাতে যায়। তাদের চট্টগ্রাম রেখে ইমরান ফেনী চলে আসে। লালপোলে না নেমে ইমরান কেন ফতেহপুরে ট্রাকচাপায় মারা গেল তা বুঝতে পারছি না। খবর পেয়ে ফেনী হাসপাতালে গিয়ে তার লাশ শনাক্ত করি আমি। তার শরীরের এক হাত কাটা পড়ে বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে কাটা দাগ রয়েছে। দুইবছর আগে ইমরান আলিম পাশ করেছিল। সে কখনো রাজমিস্ত্রী বা কখনো ইলেকট্রিক মিস্ত্রীর কাজ করত।

এ ব্যাপারে মহিপাল হাইওয়ে পুলিশের (ওসি) মো. হারুনুর রশিদ জানান, নিহত যুবক সোনাগাজীর পাইকপাড়া গ্রামের আহসান উল্লাহ’র ছেলে। গতকাল রাত ৮টার দিকে টিনভর্তি ট্রাকটি চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে ফতেহপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে ছিটকে রাস্তার পাশে উল্টে পড়ে। এতে উল্টে পড়া ওই ট্রাকের নিচে চাপা পড়ে ওই যুবক। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসাপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে। এ ঘটনায় ট্রাক চালক পালিয়ে গেছে। নিহতের লাশ ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ফেনী জেনারেল হাসপাতালের জরুরী বিভাগ সূত্রে জানা গেছে, হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।