ফেনী গুরুত্বপূর্ণ জেলাগুলোর মধ্যে একটি হলেও এখানে নেই পর্যাপ্ত গণশৌচাগারের (পাবলিক টয়লেট) ব্যবস্থা। প্রতিদিন হাজারো মানুষ শহরের প্রধান সড়ক, বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে চলাফেরার করলেও প্রয়োজনীয় পাবলিক টয়লেটের অভাবে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের।

ফেনী পৌরসভা সূত্রে জানা গেছে, ফেনীর সদর হাসপাতাল সংলগ্ন এলাকায় ১টি, পৌর হকার্স মার্কেটে ১টি, মহিপাল বাস টার্মিনালে ১টি, সোনাগাজী বাসস্ট্যান্ডে ১টি এবং ইসলামপুর রোডে ১টি পাবলিক টয়লেট রয়েছে, যার মধ্যে ইসলামপুর রোডের টয়লেটটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। বাকি ৪টি টয়লেট থাকলেও সেগুলো বর্তমানে কিছুটা অপ্রতুল এবং সংস্কারের প্রয়োজন।

বিভিন্ন এলাকার মানুষ বিশেষ করে শ্রমজীবী, পথচারী এবং বাজারে আসা ক্রেতারা বলছেন, শহরে পাবলিক টয়লেট না থাকায় তাদের জন্য এটি একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ফলে বাধ্য হয়ে তাদের খোলা অস্বাস্থ্যকর এবং অনিরাপদ স্থানে যেতে হচ্ছে, যা শহরের পরিবেশ দূষণ বাড়াচ্ছে। পুরুষরা স্থানীয় মার্কেট, মসজিদের টয়লেট ও উন্মুক্ত স্থানে মলমূত্র ত্যাগ করলেও নারীদের বেলায় সে সুযোগ নেই। ফলে তাদের কিডনিজনিত অসুখসহ নানা রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার যত্রতত্র মলমূত্র ত্যাগ করায় দূষিত হচ্ছে পরিবেশ। বাড়ছে নানা রোগ বালাইয়ের ঝুঁকি। এই পরিস্থিতি নিরসনে প্রশাসনের প্রতি পাবলিক টয়লেট স্থাপনের জন্য দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে তারা।

শহরের স্থানীয় বাসিন্দা আব্দুল আউয়াল বলেন, বাজারের বের হলে দেখা যায় শ্রমজীবী ও শহরের বাহিরে থেকে আগতরা টয়লেট হিসেবে খোলা স্থান ব্যবহার করছে যা শহরের দূষণের মাত্রা বাড়াচ্ছে। যদি শহরে পাবলিক টয়লেটের ব্যবস্থা থাকত তাহলে এই সমস্যার সমাধান অনেকটাই হতো। এটা শুধু পরিবেশগত দিক থেকে নয় বরং মানুষের স্বাস্থ্যগত দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রফিকুল ইসলাম নামের এক পথচারী বলেন, শহরে পাবলিক টয়লেটের ব্যবস্থা নেই, যার কারণে আমাদের মতো পথচারীদের অনেক সময় বিপাকে পড়তে হয়। এই সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি।

ফেনী সরকারি কলেজের শিক্ষার্থী ইয়াসিন রিফাত বলেন, পাবলিক টয়লেটের অভাব কেবলমাত্র জনস্বাস্থ্যের জন্যই হুমকি নয়, এটি শহরের সৌন্দর্য ও পরিচ্ছন্নতার ওপরও প্রভাব ফেলে। সুষ্ঠু পরিকল্পনা এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করলে এই সমস্যার সমাধান সম্ভব।

সমাজকর্মী মেহেরাজুল হক বলেন, ফেনী শহরে পাবলিক টয়লেটের অভাব একটি বড় সমস্যা। এর ফলে সাধারণ মানুষ, বিশেষত পথচারীরা, প্রাকৃতিক প্রয়োজন মেটাতে বাধ্য হয়ে অস্বাস্থ্যকর এবং পরিবেশের জন্য ক্ষতিকর পন্থা অবলম্বন করছেন। এটি শহরের সৌন্দর্য, জনস্বাস্থ্য এবং পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এই সমস্যার সমাধানে ফেনী পৌরসভার উচিত শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলো যেমন বাসস্ট্যান্ড, বাজার এবং জনসমাগমস্থলে পর্যাপ্ত টয়লেট স্থাপন করা।

ফেনী পৌরসভার মেডিকেল অফিসার ডাঃ কৃষ্ণপদ সাহা বলেন, পৌরসভা অধীনে ৫টি পাবলিক টয়লেট রয়েছে যার মধ্যে ১টি পরিত্যক্ত। বাকি ৪টির সংস্কারের প্রয়োজন রয়েছে বলে জানান তিনি। তিনি আরও বলেন, শহরের মধ্যে আধুনিক পাবলিক টয়লেট স্থাপনের জন্য দ্রুত উদ্যোগ গ্রহণ করা হবে।

এ প্রসঙ্গে পৌর প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন বলেন, শহরের মধ্যে পাবলিক টয়লেটের যথাযথ ব্যবস্থা নেই। শহরের মধ্যে রাজাঝির দিঘীর পাড়ে একটি পাবলিক টয়লেট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু জায়গা নিয়ে মামলা সংক্রান্ত জটিলতার কারণে এটি বাস্তবায়িত হয়নি। তবে আমাদের পরিকল্পনা রয়েছে পাবলিক টয়লেট স্থাপন করার জন্য এবং এর জন্য উপযুক্ত জায়গাও চিহ্নিত করা হয়েছে।