দুই বছর আগে সিনথিয়া ইসলাম খুসবুকে বিয়ে করেছিলেন বরিশালের আলী আক্কাস রনি। স্বামী রনি ফেনীর সোনাগাজীতে ফুটপাতে জুতার ব্যবসায় করতেন। সেই সুবাদে সোনাগাজী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের একটি বাসায় ভাড়া থাকতেন তারা। গেল বছরের ১২ জুন পূর্ব চরগনেশ শেখ পাড়া এলাকার আলমগীর হুজুরের বাড়িতে ভাড়া বাসায় বসবাসরত স্ত্রীকে হত্যা করেন রনি। সেদিন সকালে সোনাগাজী মডেল থানায় গিয়ে আত্মসমর্পণ করেন তিনি। পরে এ ঘটনা সারা দেশজুড়ে আলোচিত ছিল।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বিয়ের পর থেকে স্বামীর কর্মসূত্রে তারা সোনাগাজীতে ছিলেন। আগে থেকেই তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কলহ চলছিল। ঘটনার দিন রাতেও বাসায় বাজার আনা নিয়ে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে এ হত্যাকা-ের ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, দুই বছর আগে সিনথিয়া ইসলাম খুসবুকে বিয়ে করেন রনি। রনি সোনাগাজীতে ফুটপাতে জুতার ব্যবসায় করতেন। সেই সুবাদে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের একটি বাসায় ভাড়া থাকতেন তারা। বিয়ের পর থেকে তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কলহ চলছিল। মঙ্গলবার রাতেও বাসায় বাজার আনা নিয়ে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে ভোর ৫টার দিকে খুসবুকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেন রনি। সেদিন সকাল সাড়ে ৭টার দিকে থানায় এসে পুলিশের কাছে রনি নিজেই এ হত্যাকা-ের বর্ণনা দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। এছাড়াও ঘটনাস্থল থেকে হত্যাকা-ে ব্যবহৃত বটি, দা ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়।

এ ব্যাপারে সোনাগাজী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বায়েজীদ আকন বলেন, এ ঘটনায় নিহতের স্বজনরা মামলা করেছিল। মামলায় নিহতের স্বামীকে অভিযুক্ত করে ইতোমধ্যে চার্জশিট জমা দেওয়া হয়েছে।