ফেনীতে পৃথক স্থান থেকে এক নারীসহ দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার (৪ জানুয়ারি) ফেনী সদরের কাজীরবাগ ও সোনাগাজীর চর মজলিশপুর এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সকালের দিকে কাজীরবাগ ইউনিয়নের রাণীরহাট এলাকায় দারোগা বাড়িতে শয়নকক্ষ থেকে শামসুন্নাহার (৭৫) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে মরদেহ ময়নাতদন্তেরর জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত শামসুন্নাহারের নাতি ইফতেখার আলম বলেন, নানু সুস্থভাবে রাতে ঘুমিয়েছে। সকালে ঘরে গিয়ে সব জিনিসপত্র এলোমেলো, আলমারির দরজা খোলা দেখতে পেয়েছি। পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকা- ঘটাতে পারে বলে ধারণা করছি। আমরা এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
একই দিন সকালে সোনাগাজী উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের চর গোপালগাঁও গ্রামের শরিয়তুল্লাহ মেম্বারের বাড়ি সংলগ্ন ছোট ফেনী নদীতে অজ্ঞাত মরদেহ উদ্ধার করে পুলিশ।
সোনাগাজী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বায়েজীদ আকন বলেন, খবর পেয়ে ওই ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার আনুমানিক বয়স ৩৫-৪০ বছর। মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্তকরণের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পরিচয় মেলেনি মজলিশপুরে উদ্ধারকৃত লাশের
সোনাগাজী প্রতিনিধি
সোনাগাজী উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের ছোট ফেনী নদী থেকে উদ্ধার করা ৩৫ বছর বয়সী অজ্ঞাত যুবকের পরিচয় মেলেনি। গতকাল শনিবার (৪ জানুয়ারি) রাতে এ তথ্য নিশ্চিত করে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজিদ আকন্দ জানান, ওই যুবকের পরিচয় এখনো জানা যায়নি। তবে পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।
গতকাল সকালে খবর পেয়ে ইউনিয়নের চর গোপালগাও গ্রামের শরিয়ত উল্যাহ মেম্বারবাড়ি সংলগ্ন নদী থেকে ভাসমান অবস্থায় আনুমানিক ৩৫ বছর বয়সী ওই যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, ছোট ফেনী নদীতে ভেসে আসা যুবকের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে লাশটির পরিচয় শনাক্ত করতে না পেরে পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয়দের ধারণা, লাশটি গত তিন থেকে চারদিন আগের হতে পারে, সে জন্য লাশটি অর্ধগলিত অবস্থায় রয়েছে। এটি অন্য এলাকা থেকে ভেসে এসেছে।