প্রধান উপদেষ্টার কার্যালয়ের তত্ত্বাবধানে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে ফেনীতে শুরু হয়েছে তারুণ্যের উৎসব। গতকাল বুধবার (১ জানুয়ারি) সকালে জেলা প্রশাসক কার্যালয়ে বেলুন উড়িয়ে মাসব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। উদ্বোধন উপলক্ষ্যে এক বণ্যার্ঢ শোভযাত্রার আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ফেনীর পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মোহাম্মদ বাতেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অভিষেক দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ কামরুল ইসলাম ও ফেনী সদর উপজেলা নির্বাহী অফিসার নাসরিন সুলতানা কান্তাসহ বিভিন্ন জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রধান, স্কুল-কলেজের শিক্ষার্থী ও উন্নয়ন সংস্থার কর্মকর্তারা।

জেলা শিল্পকলা অ্যাকাডেমির কালচারাল অফিসার এসএমটি কামরান হাসানের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনায় জেলা প্রশাসক বলেন, তারুণ্যের এ উৎসবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচির মূল লক্ষ্য শিক্ষার্থী ও তরুণদের প্রাধান্য দিয়ে নতুন চিন্তা-চেতনা ও উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া।

তিনি বলেন, তারুণ্যের উৎসব উপলক্ষ্যে সরকারি বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সকলেই মিলে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আমাদের লক্ষ্য, শিক্ষা, স্বাস্থ্য, আইনশৃঙ্খলা, পরিবেশ এবং সংস্কৃতিতে ফেনীকে আরও সুন্দর ও উন্নত করা।

জেলা প্রশাসক আরও বলেন, এ কর্মসূচি সুস্থ-সুন্দর দেশ ও জাতি গঠনে তরুণদের অনুপ্রেরণা যোগাবে এবং নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সাহায্য করবে।