ফেনীতে দীর্ঘ সময় পর আনন্দ-উল্লাসে মেতে ফেনীতে দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। গতকাল বুধবার (১ জানুয়ারি) দুপুরের দিকে এ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ করেছে দলটি। দীর্ঘ ১৪ বছর পর এমন আয়োজনে অংশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। প্রতিষ্ঠাবার্ষিকীতে আগামীর নেতৃত্বে ত্যাগীদের মূল্যায়ন ও শৃঙ্খলিত নেতৃত্ব গঠনের প্রত্যয় ব্যক্ত করেছেন দলটির নেতারা।
এ প্রসঙ্গে জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন দৈনিক ফেনীকে বলেন, কলেজে ছাত্র রাজনীতির মাধ্যমে পথচলা শুরু হয়েছিল। তারপর থেকে বিভিন্ন সময় প্রতিশ্রুতি নিয়ে রাজনীতি করেছি। বিগত স্বৈরাচারের সময়েও আন্দোলন সংগ্রামে সচেষ্ট ছিল ফেনী। আমরা আগামীতে ত্যাগী, মেধাবী ও গঠনমূলক রাজনৈতিক কর্মীদের নিয়ে নতুন নেতৃত্ব গঠন করতে চাই।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন বলেন, ফ্যাসিবাদের দাপটের কারণে বিগত কয়েকবছর এতো বড় আয়োজন করা সম্ভব হয়নি। দীর্ঘদিন পর এমন প্রাণোচ্ছ্বল জমায়েতে নেতাকর্মীরা উচ্ছ্বসিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ত্যাগী ও মেধাবীদের মূল্যায়ন করে আগামীর নেতৃত্ব গঠন করা হবে।
সাংগঠনিক শৃঙ্খলার কথা উল্লেখ করে মিলন আরও বলেন, শৃঙ্খলা আমাদের সাংগঠনিক মূলনীতিরই অংশ। ছাত্রদল সবসময় এ বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করে। নতুন বাংলাদেশ বিনির্মাণে সাংগঠনিকভাবেও শৃঙ্খলার ব্যাপারে কঠোরভাবে দেখা হচ্ছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গতকাল দুপুরে ফেনী শহরের ওয়াপদা মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহীদ শহিদুল্লা কায়সার সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে এসে সমাবেশে মিলিত হয়। পরে আয়োজিত সমাবেশে জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুনের সভাপতিত্বে ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন। এতে বক্তব্য দেন- জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরুল হাসান মাসুদ।
সমাবেশে আগামীর রাজনীতিতে কোনো ভেদাভেদ না করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান নেতারা। এসময় জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ১৯৭৯ সালের ১ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছাত্রদল প্রতিষ্ঠা করেন। এরপর নানা চড়াই-উতরাই পেরিয়ে দেশের অন্যতম বৃহৎ ছাত্রসংগঠনে পরিণত হয় ছাত্রদল।