ফেনী জেলা বিএনপির আওতাধীন সোনাগাজী এবং দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপির ঘোষিত আহ্বায়ক কমিটি নিয়ে দলের মধ্যে চরম অসন্তোষ তৈরি হয়েছে। দুই উপজেলার চার ইউনিটের আহ্বায়ক কমিটি ঘোষণার পর বিগত কয়েকদিন ধরে তা প্রত্যাহারের দাবিতে দুই উপজেলায় বিক্ষোভসহ পাল্টাপাল্টি কর্মসূচি পালন করছেন দলীয় নেতাকর্মীরা। গতকাল রোববার (২৯ ডিসেম্বর) রাতে চলমান সংকট নিরসন না হওয়া পর্যন্ত উভয়পক্ষকে পাল্টাপাল্টি সভা-সমাবেশ থেকে বিরত নির্দেশ দিয়েছেন ফেনী জেলা বিএনপি।

বিএনপির দলীয় সূত্রে জানা যায়, সোনাগাজী এবং দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপির ঘোষিত আহ্বায়ক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে চলমান পরিস্থিতি অবসানের লক্ষ্যে গতকাল জরুরি সভা করেছে ফেনী জেলা বিএনপি। সভায় বিভাগীয় সাংগঠনিক টিমের সঙ্গে আলোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণের সিদ্ধান্ত হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে জেলা বিএনপির এক নেতা দৈনিক ফেনীকে বলেন, কমিটি বিতর্কে গত কয়েকদিন দুই উপজেলায় নেতাকর্মীদের পাল্টাপাল্টি কর্মসূচিতে দলের ভাবমূর্তি ক্ষুণœ হচ্ছে। বিষয়টি দলের শীর্ষ পর্যায়েও আলোচনায় এসেছে। এ পরিস্থিতিতে সংকট নিরসনে জরুরি সভা করা হয়েছে।

এদিকে রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে চলমান সংকট নিরসন না হওয়া পর্যন্ত পর্যন্ত উভয়পক্ষকে পাল্টাপাল্টি সভা-সমাবেশ থেকে বিরত থাকার জন্য নির্দেশ দেন জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার।

একটি নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, চলমান নিরসনে আয়োজিত জরুরি সভায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমসহ বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে গত ২২ ডিসেম্বর কমিটি প্রকাশের কিছুক্ষণের মধ্যেই সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলালের একক স্বাক্ষরিত বিজ্ঞপ্তি এবং কমিটির বিরুদ্ধে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের বিপরীত বক্তব্য দীর্ঘ সময় পর ঘোষিত এসব কমিটি নিয়ে তৈরি হয় ‘ধূম্রজাল’।

বিজ্ঞপ্তিতে দেখা যায়, সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে জয়নাল আবদীন বাবলুকে আহ্বায়ক, জামাল উদ্দিন সেন্টুকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সৈয়দ আলম ভূঞাকে সদস্য সচিব করা হয়েছে। সোনাগাজী পৌর বিএনপির কমিটিতে মঞ্জুর হোসেন বাবরকে আহ্বায়ক, এয়াছিন কমিশনার যুগ্ম আহ্বায়ক ও নিজাম উদ্দিনকে সদস্য সচিব করা হয়।

এছাড়া দাগনভূঞা উপজেলা কমিটিতে আকবর হোসেনকে আহ্বায়ক, মাহমুদুল হক মাদুকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কামরুল উদ্দিনকে সদস্য সচিব করা হয়। দাগনভূঞা পৌর বিএনপির কমিটিতে শফিকুর রহমান বাবুলকে আহ্বায়ক, সাইফুর রহমান স্বপনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও হুমায়ুন কবীর বাবুকে সদস্য সচিব করা হয়।