ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের মামলায় আওয়ামী লীগের আরও তিন নেতাকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারা হলেন ফেনী সদরের পাঁচগাছিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু নাসের (৪০), বালিগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মাইন উদ্দিন (৫১) এবং ফেনী সদর উপজেলা ছাত্রলীগ সদস্য মহসীন (৩০)। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা এ তথ্য নিশ্চিত করে জানান, গতকাল সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারগারে পাঠানো হয়েছে।

ওসি জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে বালিগাঁও ইউনিয়নের হকদি গ্রামের আলি আহাম্মদের ছেলে মাইন উদ্দিন মহিপালে ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের একটি মামলায় এজাহারভূক্ত আসামী। বাকী দুইজনের মধ্যে লেমুয়া ইউনিয়নের দক্ষিণ চাঁদপুর গ্রামের আশ্রাফ আলী ভূঞা বাড়ির মো. রুহুল আমিনের ছেলে মো. মহসিন ও পাঁচগাছিয়া ইউনিয়নের পশ্চিম বিরলী গ্রামের মৃত আবদুস সাত্তারের ছেলে আবু নাসেরকে মহিপালে হত্যা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। গত রোববার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গত শুক্রবার ও শনিবার অভিযান চালিয়ে ফেনী সদরের ছনুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক তপন, ফেনীর দাগনভূঁঞা সদর ইউনিয়নের ৬ নম্বর দক্ষিণ করিমপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আবদুল আউয়াল এবং ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বেলায়েত হোসেনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।