ফেনী জেলাপ্রশাসক সাইফুল ইসলাম বলেছেন, যুবকরাই দেশের বড় শক্তি। দেশের উন্নয়নে তারা বড় ভূমিকা রাখতে পারে। দেশের যুবকদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে হলে কারিগরি শিক্ষায় জোর দিতে হবে। দক্ষতা অর্জন করে প্রবাসে গেলে উচ্চমানের সুযোগ সুবিধাও নিশ্চিত হবে। গতকাল বুধবার (১৮ ডিসেম্বর) সকালে ‘প্রবাসীর অধিকার আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবসে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।
সভায় জেলা প্রশাসক বলেন, দক্ষতার জন্য, কর্মসংস্থানের জন্য জেলা-উপজেলা পর্যায়ে অনেক কাজ করা হচ্ছে। সরকার নানা উদ্যোগ গ্রহণের মাধ্যমে প্রবাসীদের সেবা সহজলভ্য করার জন্য কাজ করছে। প্রবাসীদের কল্যাণ নিশ্চিতে যত বেশি কাজ করা যাবে, তত বেশি তারা দেশ গঠনে ভূমিকা রাখতে পারবে।
তিনি আরও বলেন, রেমিট্যান্স কখন বেশি আসবে তা দেশের অবস্থানের উপর অনেক সময় নির্ভর করে। উদ্যোক্তা হিসেবে কাজ করার জন্য যুবকদের গড়ে তুলতে হবে। যার দক্ষতা বেশি সে জীবনে ভালো কিছু করতে পারে। সরকারি প্রশিক্ষণ নিয়ে বিদেশে গেলে উচ্চমানের বেতন পাওয়াও সম্ভব। অনেকে হুন্ডির মাধ্যমে টাকা পাঠায়, এটি দেশের জন্য ক্ষতি, এসব বিষয়ে খেয়াল রাখতে হবে।
জেলা প্রশাসক বলেন, নাগরিকদের সেবা নিশ্চিতে আমাদের খেয়াল রাখতে হবে। বিমানবন্দরে নানা জটিলতার কথা শোনা যায় এগুলো বন্ধ করতে হলে নাগরিক সেবা সবার আগে নিশ্চিত করতে হবে। মানসিকতা পরিবর্তন করতে হবে। প্রবাসীদের প্রাপ্য সেবা সেগুলো প্রাধান্য দিয়ে করা হবে। প্রবাসীদের কল্যাণ নিশ্চিতে সরকার কাজ করবে বলে জানান তিনি।
সভাপতির বক্তব্য অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইসমাইল হোসেন বলেন, প্রশিক্ষিত হয়ে বিদেশ যাওয়ার জন্য সরকার নানা উদ্যোগ গ্রহণ করছে। অপ্রাতিষ্ঠানিকভাবে দক্ষতা অর্জন করলে তাকেও সনদ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। প্রবাসীদের জন্য সরকার সবসময় কাজ করছে, তাদের সকল সেবা নিশ্চিতে আমরা কাজ করে যাচ্ছি।
যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুদ্দিন মোহাম্মদ হাসান আলী বলেন, অতীত থেকেই আমাদের দেশের মানুষ বিদেশে গিয়ে কাজ করে দেশের জন্য রেমিট্যান্স নিয়ে আসছে। দক্ষ প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে গেলে কেউ বেকার থাকবে না। বেকার যুবকদের যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশিক্ষণ নিতে পারে।
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ সোহরাব মোল্লা বলেন, দক্ষ জনশক্তি হিসেবে বিদেশে কাজ করতে হবে। তবেই বিদেশে মূল্যায়ন বেশি করা হয়। কাজের জন্য কাউকে ঘুরতে হয়না। সরকার নানা পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ড্রাইভিংসহ নানা বিষয়ে ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণের ব্যবস্থা করছে। নতুন করে ট্রেনিং সেন্টার চালু করছে। দক্ষ হয়েই বিদেশ যেতে হবে।
জেলা কালচারাল কর্মকর্তা এইচটি কামরান হাসানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো: সাইদুর রহমান। বক্তব্যে তিনি বিদেশ যেতে দালালদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান। বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, দালালদের খপ্পরে পড়ে যারা সব হারিয়ে ফেলে তারা সেগুলো উদ্ধার করতে পারে না। বিশ্বাস করে টাকা দেয় কিন্তু কোন ডকুমেন্টস না রাখলে তাদের আইনের আওতায় আনা সম্ভব হয় না। এসব বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
সভায় বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক দিদার মিয়া। এসময় জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলাপ্রশাসন ও জেলা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে সভার আগে দিবসটি উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী এবং দিনব্যাপী অভিবাসী মেলার আয়োজন করা হয়।
প্রবাসীদের সম্মাননা, ঋণ ও ভাতা বিতরণ
আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবসে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠানোয় ইমাম হোসেন, শরিফুল ইসলাম ও মো: সুলতান সালাউদ্দিনকে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও প্রবাসে যেতে জাকের হোসেন নামে এক ব্যক্তিকে ২ লাখ টাকা অভিবাসন ঋণ দেয়া হয়। এছাড়াও ওয়েজ আনার্স কল্যাণ বোর্ডের ডামি চেক বিতরণ করা হয়। একই অনুষ্ঠানে প্রবাসী সন্তানের শিক্ষাবৃত্তির আওতায় প্রযুক্তি নাথ ও সুমাইয়া সুলতানাকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়। এছাড়া অনুষ্ঠানে প্রবাসী নুরুল আবছারের মেয়ে উম্মে আয়েশা নূর ও প্রবাসী বকুল মিয়ার সন্তান মো: জিহাদুল ইসলা প্রবাসী প্রতিবন্ধী হিসেবে ভাতা প্রদান করা হয়েছে।
কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক দিদার মিয়া বলেন, শ্রেষ্ঠ রেমিট্যান্স পাঠানো প্রবাসীদের সম্মানিত করা হয়েছে এবং প্রবাসী সন্তানদের শিক্ষাবৃত্তি ও প্রতিবন্ধী সন্তানদের ভাতা দেওয়া হয়েছে।