ফেনীতে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হয়েছে। গতকাল সোমবার (৯ ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় দুর্নীতিরোধে পারিবারিক ও নৈতিক শিক্ষার উপর গুরুত্বারোপ করেছেন। সভায় বক্তারা বলেন, ব্যক্তি ও পারিবারিক পর্যায়ে সুনীতির চর্চা বাড়লে দুর্নীতির হার কমবে। দুর্নীতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
জেলা প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন দুদক সমন্বিত নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারি পরিচালক আবদুল্লাহ আল নোমান। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যমকে কার্যকর ভূমিকা নিতে হবে। মানুষের আচরণ বদলে যাচ্ছে। ভাল মানুষ গড়ার আশাবাদের স্থলে স্থান করে নিয়েছে চাকচিক্য।
তিনি আরও বলেন, রাষ্ট্রকাঠামোতে সকল দপ্তর কার্যকর থাকতে হবে। একটি কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকল দপ্তরের ভূমিকা রাখতে হবে। বিভিন্ন দপ্তরে সংস্কার কাজ চলমান। এটি সফলভাবে শেষ হলে দুর্নীতি নিয়ন্ত্রণে কার্যকর হবে।
অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার দীন মোহাম্মদ (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) বলেন, রাষ্ট্রের পক্ষ থেকে বেশ কিছু আইন, কমিশন করা হয়েছে। এরপরও দুর্নীতি সহনীয় পর্যায়ে আসেনি। পরিবার থেকেই দুর্নীতিবিরোধী শিক্ষা প্রদান করতে হবে। ব্যক্তি এবং পারিবারিক পর্যায়ে সুনীতি চর্চা করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. একরাম উদ্দিন, বাংলাদেশে তারুণ্যের একতা সৃষ্টি হয়েছে। দুর্নীতি প্রতিরোধে এটি কাজে লাগাতে হবে।
জেলা কালচারাল অফিসার এসএমটি কামরানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ফেনী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব, সাধারণ সম্পাদক আরিফুল আমীন রিজভী। সভায় আরও উপস্থিত ছিলেন দুদক সমন্বিত নোয়াখালী জেলা কার্যালয়ের কোর্ট ইন্সপেক্টর মো. ইদ্রিসসহ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা।
আলোচনার আগে জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন করা হয়। এরপর বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন জেলাপ্রশাসকসহ অতিথিরা। এসময় মানববন্ধনে অংশ নেন তারা।