নানা আয়োজনে দৈনিক ফেনীর পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষাবিদ, রাজনীতিবিদ, প্রশাসনের কর্মকর্তারা, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী, শিক্ষার্থী, বিশিষ্ট ব্যক্তিরাসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের মিলনমেলায় পরিণত হয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ছাত্র-জনতার গণআন্দোলনে গত ৫ আগস্ট দেশে স্বাধীনতা, গণতন্ত্র, অধিকার ও সম্ভাবনার নতুন দ্বার উন্মোচিত হয়েছে। নতুন এই বাংলাদেশে সত্য-সাহস, বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা থাকলে নতুন কোন ফ্যাসিবাদের জন্ম হবে না। অনুষ্ঠানে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় দৈনিক ফেনীর ভূমিকা অনন্য বলে মন্তব্য করেন বক্তারা।

অনুষ্ঠানে ফেনী ভয়াবহ বন্যায় মানবকল্যাণে কাজ করায় ১০০ স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া এতে আজারবাইজানে অনুষ্ঠিত কপ২৯ সম্মেলনে অংশ নেওয়ায় ৩ জনকে লেখক সম্মাননা প্রদান করা হয়।

সন্ধ্যায় সাড়ে ৬টায় প্রতিষ্ঠাবার্ষিকীর মূল অনুষ্ঠানিকতা। ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. মোহাম্মদ রেজুয়ানুল হক, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মোহাম্মদ বাতেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. আলা উদ্দিন, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের প্রভোস্ট ও রাজনীতি বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এজিএম নিয়াজ উদ্দিন, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক লিয়াকত আলী ভূঞা, কেন্দ্রীয় শূরা সদস্য একেএম শামসুদ্দিন, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহবায়ক এয়াকুব নবী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুহাইমিন তাজিম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক ফেনীর সম্পাদক আরিফুল আমিন রিজভী। এতে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের প্রচার সম্পাদক আ.ন.ম. আবদুর রহিম, ইসলামী আন্দোলন ফেনী জেলার সাধারণ সম্পাদক মুহাম্মদ একরামুল হক ভূঁঞা ও এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য প্রকৌশলী শাহ আলম বাদল, সিনিয়র সাংবাদিক আবু তাহের।

এর আগে জুলাই বিপ্লব, ফেনীর বন্যা ও দৈনিক ফেনীতে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন উপস্থাপন করা হয়। এসময় ফেনীর বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংবাদিক, শিক্ষক, ছাত্র প্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


‘গণমাধ্যম স্বাধীন হলে ফ্যাসিবাদের উত্থান হবে না’
দৈনিক ফেনীর প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে দেশে স্বাধীনতা, গণতন্ত্র, অধিকার ও সম্ভাবনার নতুন দ্বার নিয়ে আলোচনা করেন বেশির ভাগ বক্তা। আলোচনায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ক্ষেত্রে দৈনিক ফেনীর স্বকীয়তা ও সাহসী ভূমিকার প্রশংসা করেন বক্তারা। অনুষ্ঠানে বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মো. কামাল উদ্দিন বলেন, আজকে আমরা এমন অবস্থায় এসে দাঁড়িয়েছি, এটি একটি রেখা। রাষ্ট্রে ফ্যাসিবাদ হলে দেশের সংবাদপত্র, পুলিশ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও ফ্যাসিবাদের অংশ হয়ে যাবে। বিগত সময়ে নানা আইন প্রয়োগের মাধ্যমে সাংবাদিকদের মুখ বন্ধ রাখা হয়েছিল। তবে দৈনিক ফেনী সীমাবদ্ধতা ও সীমিত সুযোগের মধ্যে চেষ্টা করতে হবে।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. মোহাম্মদ রেজুয়ানুল হক বলেন, সাম্প্রতিক সময়ে ফেনী বিভিন্ন দুর্যোগে আক্রান্ত হচ্ছে। এজন্য সবাইকে সচেতন থাকতে হবে। এ জনপদে দৈনিক ফেনী জাতীয় পর্যায়ের ন্যায় ভূমিকা রাখছে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, সংবাদপত্র যদি বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার না করে দলীয় মুখপাত্র হয়ে যায় তাহলে দেশের গণতান্ত্রিক কাঠামো নষ্ট হয়ে যায়। সরকার পতনের পরপরই শাসকদলের সঙ্গে বিভিন্ন পেশার মানুষের সঙ্গে সাংবাদিকরাও পালিয়েছে। এ সরকারি কর্মকর্তা দলীয় নেতার মতো স্লোগান দিলে তার থেকে আর জনগণ কিছু পাবে না। আমরা পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে চাই। সেজন্য এ জেলার সকলের সহযোগিতা প্রয়োজন। আমাদের ভালো কাজের সমর্থন ও ভুল হলে বলতে হবে। অন্যথায় ছাত্র-জনতা যে রক্ত দিয়েছে তা বৃথা যাবে।