আজ ছাগলনাইয়ার আদালত মাঠে আয়োজিত জনসভায় যোগ দিতে ফেনী আসছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ সময় পর দলের কেন্দ্রীয় কোন নেতা ফেনীতে জনসভা করতে আসছেন। তার আগমন ঘিরে বিএনপির দূর্গ খ্যাত ছাগলনাইয়া, পরশুরাম ও ফুলগাজী তথা ফেনী-১ আসনে দলের তৃণমূলে আলোড়ন তৈরি হয়েছে। আওয়ামী শাসনামলে দমন-নিপীড়নের শিকার হলেও দীর্ঘ পনেরো বছর পর তিন উপজেলায় বিএনপির নেতাকর্মীদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা কাজ করছে।
আজ বুধবার (২০ নভেম্বর) দীর্ঘ ১৫ বছর পর ছাগলনাইয়ার আদালত মাঠে বিশাল জনসভার আয়োজন করেছে বিএনপি। এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন মির্জা ফখরুল। দলীয় সূত্রে জানা গেছে, লক্ষাধিক নেতাকর্মীর উপস্থিতিতে জনসভাকে ঘিরে ইতোমধ্যে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক মুন্সি রফিকুল আলম মজনুর তত্ত্বাবধানে ও ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সমন্বয়ে এ লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার জনসভাস্থল ঘুরে সাংবাদিকদের সাথে আলাপকালে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক মুন্সি রফিকুল আলম মজনু সাংবাদিকদের জানান, বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আয়োজিত এ জনসভায় দেশবাসীকে বার্তা দিতে চায় বিএনপি। অতীতে ফ্যাসিবাদদের বিরুদ্ধে আন্দোলন করেছে বিএনপি, আগামীতেও বিএনপি ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করবে।
তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার চাই বিএনপি। যদি নির্বাচিত সরকার গঠিত না হয়ে ফ্যাসিবাদের পুনরাবৃত্তি হয় তাহলে ৭ই নভেম্বরের চেতনাকে বুকে ধারণ করে তাদের কঠোরভাবে প্রতিহত করবে বিএনপির নেতাকর্মীরা।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির গ্রাম সরকার বিষয়ক সহ-সম্পাদক বেলাল আহমেদ, কেন্দ্রীয় বিএনপির সদস্য আবু তালেব, ছাগলনাইয়া উপজেলা বিএনপির আহবায়ক নুর আহাম্মদ মজুমদার, সদস্য সচিব আলমগীর বিএ, সিনিয়র যুগ্ম আহবায়ক কফিল উদ্দিন সরকারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন৷
দলীয় সূত্রে জানা গেছে, বুধবার বেলা ১১টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ফেনী পৌঁছানোর কথা রয়েছে। এতে জেলা বিএনপির শীর্ষ নেতারা ফেনীর প্রবেশমুখ মোহাম্মদ আলী বাজারে তাকে স্বাগত জানিয়ে ফুলগাজীর উদ্দেশ্যে রওয়ানা করবেন। ফুলগাজীতে পৌঁছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পৈত্রিক বাড়ি পরিদর্শন, বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করবেন বিএনপির মহাসচিব।
এরপর বিকেলে ছাগলনাইয়ায় আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ লক্ষ্যে গত রোববার প্রস্তুতি সভা করেছে জেলা বিএনপি। সভায় মহাসচিবের আগমনকে ঘিরে মোটরসাইকেল বা গাড়ি বহর নিয়ে শোডাউন ও ব্যক্তিগত ছবি প্রদর্শন না করার ব্যাপারে কঠোর নির্দেশনা দিয়েছে জেলা বিএনপি।