ফেনীতে ছাত্র-জনতার অভ্যুত্থানে হতাহতের পরিবার এবং বন্যায় ক্ষতিগ্রস্তের সর্বোচ্চ সহযোগিতা করার আশ^াস দিয়েছেন নবনিযুক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম। দৈনিক ফেনীর প্রতিবেদকের সাথে আলাপকালে জেলার উন্নয়ন ও নিজের পরিকল্পনা নিয়ে নানা দিক তুলে ধরতে গিয়ে তিনি এ কথা বলেন। গতকাল বুধবার (১৩ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে ফেনীর ২৪তম জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ২৭তম বিসিএস ব্যাচের এই কর্মকর্তা।

ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকালে নির্বিচারে গুলিতে নিহত ও আহতদের প্রসঙ্গে তিনি বলেন, সরকারের বিভিন্ন দপ্তর এ বিষয়ে কাজ করছে। আমি সমন্বয়ে সর্বোচ্চ গুরুত্ব দেব। ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যা প্রসঙ্গে তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসন করার জন্য সরকারের পরিকল্পনাগুলো সঠিকভাবে বাস্তবায়নে অগ্রাধিকার দেওয়া হবে।

তিনি বলেন, আমি এসেছি ফেনীবাসীকে সেবা দেওয়ার জন্য। দেশের প্রচলিত আইন অনুযায়ী ন্যায়সঙ্গত যে অধিকার মানুষের পাওয়া উচিত সেগুলো যাতে মানুষ নির্বিঘেœ পায় সেটি বাস্তবায়নে কাজ করাই হবে আমার প্রধান কাজ। জনঘনিষ্ঠ যেসব উন্নয়ন ও সেবামূলক কাজ রয়েছে সেগুলো যাতে গুণগত মান বজায় রেখে করা হয় সে বিষয়ে লক্ষ্য রাখা হবে।

সরকারি দপ্তরগুলোতে আন্ত:বিভাগীয় সম্পর্ক বাড়ানোর কথা উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, বিভিন্ন দপ্তরের পৃথক কার্যক্রম রয়েছে। জেলা প্রশাসন সকল দপ্তরের সঙ্গে সমন্বয় করে। আমি সমন্বিতভাবে দলভিত্তিক কাজ করতে চাই। কারণ একটি দপ্তরের কাজের সাথে অন্য দপ্তরের কাজের সম্পর্ক আছে। দলভিত্তিক হিসেবে কাজ করতে পারলে মানুষ পূর্ণাঙ্গ সুযোগ সুবিধা পাবে। জেলা পর্যায়ের দপ্তরগুলোর মধ্যে সুসম্পর্ক যত বেশি থাকবে, মানুষ তত বেশি ভালো ও দ্রুত সেবা পাবে।

তিনি বলেন, স্থানীয়রা যত এগিয়ে আসবে, প্রশাসনের কাজগুলো তত বেশি ভাল হবে।