ফেনী জজ আদালতে সাক্ষ্য দিয়ে ফেরার পথে মোঃ ইসমাইল হোসেন নামে এক যুবককে অপহরণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (৬ নভেম্বর) সকালে ফেনী মডেল থানায় এ ব্যাপারে ৪ জনকে আসামি করে মামলা করেন ইসমাইল হোসেন। মামলার কয়েক ঘন্টার মধ্যে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন ফেনী পৌরসভার বারাহীপুর এলাকার আবুল বশরের দুই ছেলে মোঃ সাকিব (২১), মোঃ আল আমিন (২৬), দাগনভূঞার রাজাপুরের কোরাইশ মুন্সি গ্রামের মোঃ হোসেনের ছেলে মো. ছায়েদ (২৪)। এ মামলার আরেক আসামি ধর্মপুর ইউনিয়নের বাদশা (২৩)।
মামলার বাদী ইসমাইল হোসেন জানান, গত সোমবার দুপুরে ফেনী জজ কোর্ট থেকে একটি মামলায় সাক্ষ্য দিয়ে ফেরার পথে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে উপশম হাসপাতালের সামনে থেকে অপহরণের শিকার হন তিনি। অপহরণকারীরা সিএনজি অটোরিকশার গতিরোধ করে তাকে জোরপূর্বক তুলে চৌদ্দগ্রামের আলকরা এলাকায় নিয়ে যায়। সেখানে তার বন্ধুকে ফোন করে মুক্তিপণ হিসেবে ১০ হাজার টাকা দাবি করে। পরে ওই বন্ধুর মাধ্যমে আমার স্বজনরা ঘটনা জানতে পেরে পুলিশকে বিষয়টি জানায়।
ফেনী মডেল থানার ওসি জানান, ভুক্তভোগীর কাছ থেকে অপহরণের বিষয়টি জেনে তাকে নিয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। উপশম হাসতাপালের সিসিটিভি ভিডিও ফুটেজ পর্যালোচনায় ঘটনার সত্যতা মেলে। পরে ভুক্তভোগী ইসমাইল হোসেন বাদী হয়ে থানায় মামলা করলে অভিযান চালিয়ে জড়িত তিন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। বাকী আসামিকে ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।