ফেনীতে কুপিয়ে জয়ন্ত দেবনাথ নামে এক টেক্সটাইল প্রকৌশলীর কাছ থেকে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। গত শনিবার (২ নভেম্বর) ভোরের দিকে ফেনী শহরের কলেজ রোডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই প্রকৌশলী মারাত্মত আহত হয়েছেন। জয়ন্ত দেবনাথ ফেনী জেনারেল হাসপাতালের অবসরপ্রাপ্ত প্রধান সহকারি কাম হিসাবরক্ষক শঙ্কর দেবনাথের ছেলে। তিনি ঢাকায় বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরী করেন। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে সোহেল (১৯) ও জুটন দেবনাথ (১৮) কে আটক করে। পরে গতকাল সোমবার (৪ নভেম্বর) বিকালে শঙ্কর দেবনাথ বাদী হয়ে তাদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

ভুক্তভোগীর পিতা জানান, ঢাকা থেকে শনিবার ভোরের দিকে ফেনীর মহিপালে নেমে একটি অটোরিকশাযোগে ফেনী জেনারেল হাসপাতলের স্টাফ কোয়ার্টারে নিজ বাসায় ফিরছিলো জয়ন্ত। পথিমধ্যে ভোর সাড়ে ৪ টার দিকে ফেনী কলেজের সামনে এলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা ৩-৪ জনের একটি ছিনতাইকারী চক্র অটোরিকশার গতিরোধ করে রামদা ও চাপাতি দিয়ে কুপিয়ে জয়ন্তকে জখম করে। এসময় তার কাছ থেকে ১ লাখ ৩৫ হাজার টাকা দামের একটি মোবাইল ফোনসেট, ৭০ হাজার দামের একটি ল্যাপটপ, একটি ২ হাজার টাকা দামের বাটন মোবাইল ফোন ও নগদ ৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় তারা। রক্তাক্ত ও অজ্ঞান অবস্থায় পড়ে থাকা জয়ন্তকে এক এ্যাম্বুলেন্সচালক উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানে তার শরীরে ৫৬টি সেলাই লেগেছে। খবর পেয়ে আমরা হাসপাতালে ছুটে যাই। তাৎক্ষণিক পুলিশকে এ ব্যাপারে জানানো হয়। চিকিৎসা শেষে জয়ন্তকে বাসায় নিয়ে আসা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, ছিনতাইকারী গ্রেপ্তারে ও লুণ্ঠিত মালামাল উদ্ধার শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রোববার রাতে ফেনী রেলস্টেশন থেকে সোহেল ও জুটন দেবনাথকে গ্রেপ্তার করে পুলিশ। তারা দুজনই পেশাদার ছিনতাইকারী। সোহেলের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি মামলা রয়েছে। তাদের কাছ থেকে একটি বাটন মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়েছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।