ফুলগাজীতে দীর্ঘ ২৭ বছর পর তৎকালীন যুবলীগ নেতা বিমল চক্রবর্তী হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ও কুখ্যাত নিজাম ডাকাতের সহযোগি জসিম উদ্দিন প্রকাশ বলি জসিমকে (৪৭) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের সদস্যরা।

শুক্রবার (১ নভেম্বর) দিবাগত রাতে গোপন খবর পেয়ে অভিযান চালিয়ে জিএমহাট ইউনিয়নের বশিকপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ফুলগাজী থানায় হস্তান্তর করেছে র‌্যাব। গ্রেপ্তার জসিম উপজেলার পূর্ব বসিকপুর গ্রামের আব্দুল হক মজুমদারের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বলি জসিমকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, জসিম ১৯৯৭ সালের ২৯ অক্টোবর ফুলগাজীতে প্রকাশ্য দিবালোকে যুবলীগ নেতা বিমল চক্রবর্তীকে কুপিয়ে হত্যা মামলার আসামি। সে নিজাম উদ্দিন প্রকাশ নিজাম ডাকাতের সহযোগী ছিল। বিমল হত্যার ঘটনায় তার ভাই উপজেলা আওয়ামী লীগ নেতা পরিমল চক্রবর্তী বাদী হয়ে ফুলগাজী থানায় হত্যা মামলা করেন।

গত ২০০০ সালে এ মামলায় জসিমকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আলাদাত। এ হত্যার ঘটনার পর থেকে দেশের বিভিন্ন স্থানে নাম পরিচয় গোপন করে ২৭ বছর ধরে আত্মগোপনে ছিল জসিম। ফেনীস্থ র‌্যাব-৭ এর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়েছে। ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, গতকাল শনিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।