ফেনীতে সম্প্রতি ভয়াবহ বন্যায় উদ্ধার কার্যক্রম, তাৎক্ষণিক সহায়তা এবং পুনর্বাসনে ভূমিকার জন্য সম্মাননা পেল ৬০ স্বেচ্ছাসেবী সংগঠন।

শনিবার (২ নভেম্বর) জাতীয় রক্তদান দিবসে জেলা শিল্পকলা একাডেমীতে এ সম্মাননার আয়োজন করে ফেনী জেলা স্বেচ্ছাসেবক পরিবার।

অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহিদ ও সদ্য প্রয়াত ফেনীর দুই স্বেচ্ছাসেবকের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার। স্বেচ্ছাসেবক নিশাদ আদনানের সঞ্চালনায় স্বাগত বক্তব্যে ওসমাণ গণি রাসেল স্বেচ্ছাসেবী কার্যক্রমের নানান দিক তুলে ধরেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার শরিফুল আলম জনি, হাইওয়ে পুলিশ পরিদর্শক এসএম শওকত হোসেন, ডিবিসি নিউজের ফেনী প্রতিনিধি আবু তাহের, সাংবাদিক আসাদুজ্জামান দারা, দৈনিক ফেনী সম্পাদক আরিফুল আমিন রিজভী, সংগঠক ইমন উল হক, মানবজমিন জেলা প্রতিনিধি নাজমুল হক শামীম, যমুনা টিভির জেলা প্রতিনিধি আরিফুর রহমান, ক্রীড়া সংগঠক শরিফুল ইসলাম অপু, বিডিনিউজটুয়েন্টিফোরডটকমের স্টাফ করেসপনডেন্ট সোলায়মান হাজারি ডালিম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবদুল আজিজ, এমডি সোহাগ। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জনপ্রিয় মোটরবাইক ব্লগার ফ্রি মোশনের ফিরোজ হাসান। অনুষ্ঠানে ফেনীতে ভয়াবহ বন্যায় মানবিক কার্যক্রমে ভূমিকা রাখার জন্য ৬০টি সামাজিক সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া রক্তদান দিবস উপলক্ষ্যে রক্তদান ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। স্বেচ্ছাসেবক পরিবারের পক্ষ থেকে অনুষ্ঠান বাস্তবায়নে সহযোগিতা করেন খন্দকার সুমন, নুরনবী হাসান, নুর করিম মুন্না, কাজী আফতাবুল ইসলাম, রিংকু ভুঁইয়া তৌহিদুল ইসলাম তুহিন, আজগর আলী, এমডি শাহিন, ইলিয়াছ হোসেনসহ অন্যান্যরা।

সম্মাননা পেল যেসব সংগঠন

রক্ত কণিকা বাংলাদেশ, আলোকিত ব্লাড ডোনার্স, ফেনী ব্লাড ডোনেট এসোসিয়েশন, তারুন্যের বন্ধন, প্রগ্রেস হেল্প এইড ফাউন্ডেশন, আমরা আমরাইতো সমাজ সেবামূলক সংগঠন, গ্রীন ফোকাস ওয়েলফেয়ার ফাউন্ডেশন, ব্লাড ডোনেশন গ্রুপ ফেনী, হিউম্যানিটি ইজ লাইফ, পথের ফুল ফাউন্ডেশন, সোশ্যাল ওয়েল ফেয়ার, পরিবর্তন-সমাজের কল্যাণে, আমাদের ফেনী ব্লাড গ্রুপ, শরীফপুর ব্লাড ডোনেশন গ্রুপ, রামপুর সমাজ কল্যান সংসদ, রামপুর ইয়ুথ ফোরাম উত্তরণ ব্লাড ডোনার’স ক্লাব, ফেনী ইউনিভার্সিটি ল’ ব্লাড সেল, ফেনী ওয়েল ফেয়ার ব্লাড ফাইটার্স, বিওয়াইসিএফ, ইকো রেভ্যুলেশন, যুবশক্তি, পায়রা ইয়ুথ সোসাইটি, স্নিগ্ধ নীড়, স্বেচ্ছায় রক্তদান ইউনিট বাংলাদেশ,অনুকূল সংঘ, স্বপ্ন নিয়ে, পশ্চিম সুলাখালী যুব সমাজ কল্যান সংঘ, টিম মানবিক সোসাইটি, ভোরবাজার ব্লাড ডোনেশন ক্লাব এন্ড হিউম্যান অর্গানাইজেশন, আমাদের সমাজ, আমাদের পরিবার, ফ্রেন্ডস ইউনিটি ব্লাড ডোনার ক্লাব, ফেনী লিও ক্লাব, আলোকিত মানবিক অর্গানাইজেশন, নেয়ামতপুর ইয়াং স্টার স্পোর্টিং ক্লাব এন্ড ব্লাড ডোনার সোসাইটি, আসাদুজ্জামান ভূঁইয়া ট্রাস্ট, সূর্যোদয় ফাউন্ডেশন বাংলাদেশ, এফসিআই ব্লাড ডোনেশান গ্রুপ, ভিবিডি ফেনী জেলা, ফেনী চ্যারিটি ফাউন্ডেশন নতুন দিগন্ত সেচ্ছাসেবী সংগঠন, রক্তের বাঁধন, তাজকিয়াতুল উম্মাহ সোশ্যাল ওয়েলফেয়ার, উম্মাহ ব্লাড ডোনেশন গ্রুপ, স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন, ওয়ান ফেইথ কমিউনিটি, বন্ধন মানব কল্যাণ ফাউন্ডেশন, মধুয়াই ফাউন্ডেশন, স্বপ্নচূড়া স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন, পাঁচগাছিয়া ব্লাড ডোনেট ক্লাব, হেল্প ফর টুডে, সিন্দুরপুর সমাজ উন্নয়ন সংস্থা, বন্ধু মহল ফেনী জেলা, কাউন্সিল অব অরডিনারী স্টুডেন্টস অব ফেনী, রোটারেক্ট ক্লাব ফেনী সেন্ট্রাল, আপনজন ব্লাড ডোনার এসোসিয়েশন, রোটারেক্ট ক্লাব ফেনী সরকারী কলেজ, মাস্তুল ফেনী, মানব সেবা সমাজকল্যাণ ও অনুসন্ধান ব্লাড ব্যাংক।