ফেনী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলায় ছাত্রলীগ নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা হচ্ছেন দাগনভূঞার রামনগর ইউনিয়নের তুলাতলীর জসিম উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম রাকিব (২৪), ফেনী সদরের ধর্মপুরের বরইয়া কাশেম মেম্বার বাড়ির মৃত জয়নাল আবেদীনের ছেলে মো: আবদুল্লাহ (৩৫) ও সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের মরুয়ারচরের মৃত এম এ গোফরানের ছেলে মোসলেহ উদ্দিন শাকিল (২৬)। তাদের মধ্যে শাকিল জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক বলে গণমাধ্যমে প্রেরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব।

র‌্যাব ও পুলিশের পৃথক অভিযানে ফেনীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রাকিব ও আবদুল্লাহকে ছাত্র-জনতায় হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া ছাত্র-জনতার আন্দোলনে মহিপালে বারইয়ারহাটের শিক্ষার্থী ছাইদুল হত্যা মামলায় ছাত্রলীগ নেতা শাকিলকে ফেনী শহরের একাডেমী এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করে র‌্যাব-৭ সদস্যরা।