স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে ছাগলনাইয়ার বন্যাদুর্গতদের পাশে থেকে বিভিন্নভাবে সহযোগিতা করেছিল বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা। তারই ধারবাহিকতায় বন্যা পরবর্তী পরিস্থিতিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতায় নানা পদক্ষেপ নিয়েছে বিমান বাহিনীর সদস্যরা।
গতকাল শনিবার (২৬ অক্টোবর) সকালে বিমান বাহিনীর উদ্যোগে ১ কোটি ৮০ লাখ টাকা ব্যায়ে ছাগলনাইয়ার ঘোপাল ইউনিয়নের দুর্গাপুর হাবিব উল্যাহ খান উচ্চ বিদ্যালয়ে চার তলা ভিত-বিশিষ্ট দোতলা নতুন ভবন নির্মাণ কাজ শুরু করা হয়েছে। গতকাল বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশার’র অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ খায়ের উল আফসার এ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বৃক্ষরোপণ করেন।
ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ খায়ের উল আফসার বলেন, বন্যার পর জীবনযাত্রা কিছুটা স্বভাবিক হতে শুরু করেছে। তবে মানুষের ঘরবাড়ি, ধর্মীয় ও শিক্ষার্থী প্রতিষ্ঠান, স্বাস্থ্যকেন্দ্র এবং চলাচলের সড়কগুলো বন্যায় ব্যপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এজন্য বিমানবাহিনীর পক্ষ থেকে ছাগলনাইয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণ, পুনর্বাসন, সংস্কার কাজ এবং প্রয়োজনীয় আসবাপত্র সরবরাহের পদক্ষেপ নেওয়া হয়েছে।
এসময় তিনি বলেন, বিমান বাহিনীর উদ্যোগে ছাগলনাইয়ার ঘোপাল ইউনিয়নের দুর্গাপুর হাবিব উল্যাহ খান উচ্চ বিদ্যালয়ে তার তলা ভিত-বিশিষ্ট দোতলা নতুন ভবন ও প্রধান ফটক নির্মাণ, বিদ্যালয়ের প্রশাসনিক ভবনসহ টয়লেট সংস্কার, দুর্গাপুর সিংহনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জরুরী আসবাবপত্র সরবরাহ, ভবনের রঙকরন, খেলার মাঠ তৈরী, খেলনা সামগ্রী সরবরাহ, ফুটপাত তৈরী ও খাবার পানির জন্য মটর স্থাপন করা হচ্ছে।
তিনি আরো বলেন, বিমান বাহিনীর পক্ষ থেকে ছাগলনাইয়ার গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনার পানির মটর সরবরাহ, সাউন্ড সিস্টেম ও আইপিএস সরবরাহ, রক্ষাপ্রাচীর, গ্রাউন্ড কাস্টিং, ফুটপাত মেরামত এবং প্রয়োজনীয় ভবন নির্মাণ করা হচ্ছে। এছাড়া দুর্গাপুর সিংহনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টয়লেট স্থাপন, দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারি দেওয়াল ও পিসিসি ফুটপাত তৈরী, মুহুরীগঞ্জ বাজারে জরুরী কংক্রিটের ঢালাই কাজসহ ঘোপাল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের জন্য ওজন মাপার আধুনিক যন্ত্র ও পানি উত্তোলনের জন্য মটর সরবরাহ করা হচ্ছে।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম কমলের সভাপতিত্বে ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাফর উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিমান বাহিনীর ঘাঁটি বাশারের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম কিবরিয়া, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান মোল্লা, ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আফছার, হাবিব উল্লাহ খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোমিনুল হক, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম, শিক্ষানুরাগী মোঃ শাহ জাহানসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, বন্যার ভয়াবহ পরিস্থিতিতে পানিবন্দী মানুষদের উদ্ধার, ত্রাণ সামগ্রী বিতরণ, চিকিৎসা সেবা প্রদান করে মানুষের পাশে দাঁড়িয়েছিল বিমান বাহিনীর সদস্যরা। এছাড়া বন্যার পর ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, নির্মাণ ও সংস্কার কাজ দ্রুত সম্পাদনে ছাগলনাইয়ায় একটি ক্যাম্প স্থাপন করে তারা। এ ক্যাম্প থেকে দুর্গতদের সাহায্যার্থে প্রতিদিন হেলিকপ্টারযোগে খাদ্য সামগ্রী, ঔষধ, পরিধেয় বস্ত্র সামগ্রী, নিত্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিয়েছেন তারা। বন্যায় পানিবন্দী মুমূর্ষু রোগী, সন্তানসম্ভবা, সদ্য প্রসূত সন্তানসহ মায়েদের উদ্ধার থেকে হেলিকপ্টারযোগে ঢাকা নিয়ে চিকিৎসা শেষে নিজ এলাকায় পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়াও বন্যায় ক্ষতিগ্রস্ত ছাগলনাইয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য বিমান বাহিনীর পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।