ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মোহাম্মদ আলী বাজারে অভিযানে চালিয়ে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে র্যাব-৭ সদস্যরা। গত শনিবার (১৯ অক্টেবর) রাতে মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলন খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি থানার মগাইছড়ি গ্রামের মো. হোসেন আলীর ছেলে মো. জয়নাল আবেদিন (৪৫), ও মো. আব্দুল মজিদের ছেলে মো. সিরাজুল ইসলাম (৩৯)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কতিপয় মাদক কারবারী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মোহাম্মদ আলী বাজারের একটি হোটেলের সামনে মাদকদ্রব্যসহ গাড়িতে উঠার জন্য অবস্থান করছে। র্যাবের একটি দল উপস্থিত হওয়া মাত্রই দুই ব্যক্তি কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে র্যাব সদস্যরা তাদের ধাওয়া করে আটক করে। পরে তাদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশী করে ২টি প্লাস্টিকের বস্তা থেকে ৩৭টি বান্ডিলে ১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৩ লাখ টাকা।
জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘনি মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে বলে র্যাবের কাছে স্বীকার করেছে।
র্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মোহাম্মদ শরিফ উল আলম জানান, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।