আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও সংগঠন নিষিদ্ধের দাবিতে ফেনীতে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল শনিবার (১৯ অক্টোবর) বিকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙন থেকে একটি মিছিল বের করে তারা। মিছিলটি ফেনীর বড় মসজিদ হয়ে ট্রাংক রোড প্রদক্ষিণ করে এবং পুনরায় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
এসময় বক্তারা বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা জুলাই-আগস্ট মাসে সহস্রাধিক ছাত্রকে হত্যা করেছে এবং ছাত্রদের নেতৃত্বাধীন গণবিপ্লবের মুখে শেখ হাসিনা দেশ থেকে বিতাড়িত হয়েছেন। কেউ যদি বিতাড়িত খুনি হাসিনাকে পুনর্বাসনের চেষ্টা করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনকে আজীবনের জন্য নিষিদ্ধ এবং আগামী ৪৮ ঘন্টার মধ্যে সকল আওয়ামী সন্ত্রাসী খুনীদের গ্রেপ্তার ও সকল অবৈধ অস্ত্র উদ্ধার করার আহ্বান জানান তারা।
বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাইয়ুম সোহাগ বলেন, ফেনীতে আমার ভাই শ্রাবণ, শিহাব, মাসুদ, শাহীকে হত্যা করা হয়েছে। এই ফেনীতে আওয়ামীলীগের কোন খুনির জায়গা হবে না। দ্রুত খুনিদেরকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিতে হবে।
ছাত্র প্রতিনিধি নূর হোসেন বলেন, ৪ই আগস্ট ফেনীর মাটিতে আমার ভাইদেরকে যারা হত্যা করেছে আমরা তাদেরকে বাংলার জমিনে একটি মুহুর্তের জন্য দেখতে চাই না। ফেনীসহ সারাদেশে যারা ছাত্র-জনতার হত্যার সাথে জড়িত তাদেকে অবিলম্বে শাস্তির আওতায় আনতে হবে।
ছাত্র প্রতিনিধি ওমর ফারুক শুভ বলেন, আওয়ামী লীগকে দেশের কোথাও কোথাও পূনর্বাসনের চেষ্টা করছে। বাংলার ছাত্র সমাজ এটা কখনও মেনে নেবে না। তাদের প্রতিহত করতে আমরা সবসময় রাজপথে ছিলাম, আছি এবং থাকব।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাইয়ুম সোহাগের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র প্রতিনিধি আবদুল আজিজ, নূর হোসেন, সানী মজুমদার, সাইদুল আবেদীন সাগর, ওমর ফারুক শুভসহ অন্যান্যরা।
এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।