ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব রাজনগর এলাকার মোঃ কামাল উদ্দিন আহমেদ (৭০) নামে এক বয়োবৃদ্ধের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। এ ঘটনার বিচার দাবিতে করে মানববন্ধন প্রতিবাদ জানিয়েছে স্থানীয় এলাকাবাসী।

শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরে এলাকার পূবালী নামক স্থানে মহাসড়কে পাশে মানববন্ধন করে জড়িতদের শাস্তি দাবি করেন তারা। এর আগে ১৫ অক্টোবর রাত সাড়ে ৮ টার দিকে কামাল উদ্দিনের উপর হামলার এ ঘটনা ঘটে। এ বিষয়ে বোগদাদিয়া তদন্ত কেন্দ্রে অভিযোগ দিয়েছেন বৃদ্ধের পরিবারের সদস্যরা।

স্থানীয়রা জানান, ওইদিন এশার নামাজ পড়ে বাড়িতে ফেরার সময় রাতের আঁধারে ৪-৫ জন যুবক তাকে পিটিয়ে মারাত্মকভাবে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রামে মেডিকেল হাসপাতালে নিয়ে যান।

স্থানীয়রা বলেন, সামাজিকভাবে তিনি এলাকার মানুষদের সাথে ভালো সম্পর্ক, বিচার করতেন। বিচারে সুষ্ঠু রায় দেওয়ার কারণে সামাজিকভাবে এ হামলা হতে পারে বলে মনে করছেন তারা। দলীয়ভাবেও কেউ তার ক্ষতি করতে পারে। কামাল আহমেদ সক্রিয় কোন রাজনীতিতে না থাকলেও দল হিসেবে বিএনপির রাজনীতি সমর্থন করতেন।

মানববন্ধনে মোহাম্মদ ফারুক নামে স্থানীয় একজন বলেন, কে বা কারা করেছে কেউ জানে না। কেন এ হামলা করেছে তাও আমরা জানি না। তিনি এলাকার সজ্জন ব্যক্তি। তার উপর এ অন্যায় আমরা মেনে নিতে পারছি না।

গোলাম মাওলা নামে আরেকজন বলেন, তিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেন। কোন অন্যায়কে প্রশ্রয় দিতেন না, যার কারনে তার উপর পরিকল্পিতভাবে হিংসাত্মক আচরণ থেকে হামলা করা হয়েছে বলে আমাদের ধারণা।

রফিকুল ইসলাম নামে একজন বলেন, তিনি ন্যায় বিচার করেন, অন্যায়কে প্রশ্রয় দেন না। উচিত কথা বলার কারণে চক্রান্ত করে তার উপর এ হামলা করা হয়েছে।

এসময় মানববন্ধনে হামলাকারীদের বিচার দাবি করে নানা স্লোগান দেন এলাকাবাসী। এতে এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ যুবসমাজ ও মুসল্লীরা অংশ নেন।