ফেনীতে চোরাচালান বিরোধী টাস্কফোর্সের বিশেষ অভিযানে ১ কোটি ৬২ লাখ ৩৫ হাজার ৭৫০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ থান কাপড়, শাড়ি এবং থ্রিপিস জব্দ করা হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) ফেনী সদরের বিভিন্ন স্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করে বিজিবি, পুলিশ ও আনসার সমন্বয়ে গঠিত টাস্কফোর্স।
বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন কাপড় জব্দের সত্যতা নিশ্চিত করে জানান,
অভিযানে অবৈধ শাড়ি মজুদ করার দায়ে মো. ফাহাদ (২৭) নামে একজনকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১ লাখ ৬৪ হাজার ৭৫০ টাকা সমমূল্যের প্রায় ৮০০ মিটার থান কাপড় জব্দ করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারায় থেকে চালক ও মালিকবিহীন অবস্থায় ১টি কাভার্ডভ্যান তল্লাশি করে ৬৩ গাইডের ভেতরে বিভিন্ন প্রকার ভারতীয় ১ হাজার ৯১৭ পিস শাড়ি ও ৩০৬ পিস থ্রিপিস পাওয়া যায়। জব্দকৃত মালামালগুলোর বাজারমূল্য ১ কোটি ৫২ লাখ ৬১ হাজার টাকা। উদ্ধারকৃত মালামাল ফেনী শুল্ক গুদামে জমা করা হয়।
এর আগে ফেনী সদরের বারাহীপুর নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে টাস্কফোর্সের অভিযানে ওই এলাকার মো. রফিকের ছেলে মো. ফাহাদের (২৭) একটি গুদাম তল্লাশি করে ভারতীয় অবৈধ বিভিন্ন প্রকার ৮২২ মিটার থান কাপড় জব্দ করা হয়। এরপর গুদামটিতে ভারতীয় অবৈধ মালামাল লোড-আনলোডের বিভিন্ন আলামত পাওয়ায় গুদামটি সিলগালা করে দেওয়া হয়। পরে তার বিরুদ্ধে মামলা করে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়।
ফেনী ব্যাটালিয়ন অধিনায়ক জানান, সীমান্তে নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি তৎপর রয়েছে।