ফেনী সরকারি কলেজ বিজ্ঞান ক্লাবের ২০২৪-২৫ সেশনের ২৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে দ্বাদশ শ্রেণীর ছাত্র মুহাইমিনুল আবেদীন ফারহান নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে আফনান আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আবদুল্লা আল নোমান, অর্থ সম্পাদক হিসেবে সানজিদা আফরিন এবং দপ্তর সম্পাদক হিসেবে সৈয়দ রিয়াসাত ইসলাম দায়িত্ব পালন করবেন। 

কমিটি গঠনে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহ ও উদ্ভাবনী চিন্তার প্রসারে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন শিক্ষার্থীরা।

অন্যান্যদের মধ্যে প্রজেক্ট উইং-এর প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন নাসির উদ্দিন অভি, ভাইস প্রেসিডেন্ট হিসেবে আবু তাহসিন আরাফাত, আবরার মাহতাব এবং ফুজায়েল আয়াজের সমন্বয়ে কাজ করবেন। এই উইংয়ের মাধ্যমে নতুন গবেষণা ও উদ্ভাবনমূলক প্রকল্প নিয়ে কাজ করার সুযোগ তৈরি হবে বলে জানান শিক্ষার্থীরা।

পাশাপাশি, প্রোগ্রামিং উইং-এর প্রেসিডেন্ট হিসেবে কাজী নাহিন নির্বাচিত হয়েছেন। ভাইস প্রেসিডেন্ট হিসেবে হাসিফ আহমেদ তামিম এবং সারজিনা বিনতে হাসেম। এ উইং কোডিং ও সফটওয়্যার ডেভেলপমেন্টের দক্ষতা বৃদ্ধি করবেন।


একাডেমি উইং-এর প্রেসিডেন্ট হিসেবে মেহের নিগার মুনতাহা নির্বাচিত হয়েছেন, যার নেতৃত্বে অলিম্পিয়াডে আয়মান আনজুম, কুইজে ওয়াফিয়া সাদিকা মায়মুনা, এবং সেমিনারে মোঃ মশিউর রহমান ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করবেন। এই উইংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে একাডেমিক দক্ষতা বৃদ্ধি এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হবে। 


রিচার্চ উইং-এর প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন তাসনূভা তাসনিয়া হোছাইন, ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন প্রান্ত দেব নাথ, আমির হোসেন, ওয়াকিল মাহমুদ আয়মান এবং জোবায়দা শাজনিন হক। রিচার্চ উইং-এর কার্যক্রম গবেষণার ক্ষেত্রকে আরও বিস্তৃত করবে এবং শিক্ষার্থীদের গবেষণার প্রতি আগ্রহ বাড়াবে।

কমিটির মিডিয়া এন্ড পাবলিকেশন উইং-এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আজিজুল বারী, যিনি নাজমুস সাকিব ফাহাদ এবং তৌহিদুল ইসলামকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে পাবেন। মিডিয়া উইং শিক্ষার্থীদের নতুন প্রযুক্তির প্রচার ও সংবাদের সঠিক তথ্য পৌঁছানোর ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবে। বিতর্ক উইং-এর প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন মুনতাহা বিনতে ইমাম, যিনি বিতর্ক এবং গণতান্ত্রিক আলোচনা সংস্কৃতির প্রসারে কাজ করবেন।


নবগঠিত কমিটির কার্যক্রম ও পরিচালনার জন্য একটি উপদেষ্টা পরিষদও গঠন করা হয়েছে, যার মধ্যে প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান মোঃ নূরুল আজিম ভূঁইয়া, অন্যান্য উপদেষ্টা হিসেবে রয়েছেন মোঃ মোশারফ হোসেন (উদ্ভিদবিজ্ঞান),মোঃ জহির উদ্দিন (গণিত), মুহাম্মদ মোতাহার হোসাইন (প্রাণীবিদ্যা), আহমদ আলী (উদ্ভিদবিজ্ঞান), মোহাম্মদ মুকুল হুসাইন খান (পদার্থবিজ্ঞান), প্রনব চন্দ্র দাস (পদার্থবিজ্ঞান) এবং আবু মোতালেব (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি)। নবগঠিত কমিটির অনুমোদন দেন ফেনী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ আইয়ুব।