ফেনী সরকারি কলেজে লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। গতকাল মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে কলেজ প্রাঙ্গণে শতাধিক শিক্ষার্থী সমবেত হয়ে বিক্ষোভ মিছিল করে। ‘লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি এই ক্যাম্পাসে চলবে না’, ‘বহিরাগতদের আনাগোনা এই ক্যাম্পাসে চলবে না’,‘আধিপত্যের রাজনীতি ফেনী কলেজে চলবে না’ বিভিন্ন শ্লোগানে শিক্ষার্থীরা পুরো ক্যাম্পাসজুড়ে মিছিল করে।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, কলেজের শিক্ষার পরিবেশ নষ্ট হয় লেজুড়বৃত্তিকছাত্র রাজনীতির কারণে। দলীয় রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত বহিরাগতদের অনুপ্রবেশ শিক্ষার্থীদের নিরাপত্তা এবং একাডেমিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করে। তাই লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি ও বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধের দাবি জানিয়েছে তারা।
ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী আবু সুফিয়ান নোমান বলেন, ছাত্র রাজনীতি করার অধিকার সকলের রয়েছে তবে লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি ক্যাম্পাসে চলবে না। আমাদের দাবি কলেজ ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধের পাশাপাশি বহিরাগতদের প্রবেশ বন্ধ করা।
গণিত বিভাগের শিক্ষার্থী মুহাইমিন তাজিম বলেন, কলেজ ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ করতে হবে এবং বহিরাগতদের কলেজ ক্যাম্পাসে প্রবেশ বন্ধ করতে হবে।
মিছিলে ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী আবু সুফিয়ান নোমান, গণিত বিভাগের শিক্ষার্থী মুহাইমিন তাজিম, মাস্টার্সের শিক্ষার্থী জোবায়ের বিন ওবায়েদ, উচ্চমাধ্যমিক শিক্ষার্থী মুজাহিদুল ইসলামসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এতে অংশ নেয়।