ভারতে ইসলাম ধর্ম ও হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে হিন্দু পুরোহিত ও বিজেপির নেতা কর্মীদের কটূক্তির প্রতিবাদে ফেনী সরকারি জিয়া মহিলা কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। গতকাল সোমবার (৭ অক্টোবর) কলেজ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কলেজ প্রাঙ্গণ হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার কলেজে অবস্থান নেয়।

 

বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, গত আগস্ট মাসে রাসুল (সা.) কে নিয়ে কটূক্তি করেন ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ। তাঁকে সমর্থন করেছেন বিজেপির বিধায়ক নীতেশ রানে। এ দুজনের বিরুদ্ধে থানায় মামলা হলেও এখনো ভারতের রাজ্য সরকার তাদের গ্রেপ্তার করেনি। এর প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে উঠেছে মহারাষ্ট্রের মুসলিম জনতা। আমরা এই কটূক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মহানবীকে অবমাননাকারীদের গ্রেপ্তার করে সঠিক বিচারের দাবি জানাই। 

 

জিয়া মহিলা কলেজ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী নাদিয়া সুলতানা দৈনিক ফেনীকে বলেন, বাংলাদেশে হিন্দু-মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করছে, কিন্তু বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটলেই ভারত থেকে বলা হয়, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নেই। অথচ ভারতেই সংখ্যালঘু কোনো জাতি নিরাপদভাবে বসবাস করতে পারে না। মহানবী (সা.) কে নিয়ে কটূক্তির জন্য বিজেপির নেতাকর্মীদের ক্ষমা চাইতে হবে।

 

একাদশ শ্রেণির আরেক শিক্ষার্থী সাবরিনা সাওলা বলেন, 

কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করা যাবে না এবং ভারতের সংখ্যালঘু মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা দিতে হবে। মহানবী (সা.) কে নিয়ে ব্যঙ্গকারীদের খুব দ্রুত বিচার করতে হবে ।

 

এ সময় বিক্ষোভ মিছিলে কলেজের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।