সারাদেশের ন্যায় ফেনীতেও বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার (৫ অক্টোবর) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে ‘শিক্ষকের কন্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’ এ প্রতিপাদ্যে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, শিক্ষক দিবস পালনের মূল উদ্দেশ্য হলো শিক্ষকদের প্রতি সম্মান এবং কৃতজ্ঞতা প্রকাশ করা। শিক্ষকরা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, কারণ তারা জ্ঞান দান করেন এবং আমাদের সামাজিক, নৈতিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশে সহায়তা করেন। শিক্ষকরা ভালো থাকলে তাদের নেতৃত্বে গড়ে উঠবে ভবিষ্যৎ প্রজন্ম।

আলোচনা সভায় বক্তারা শিক্ষার গুণগত মান, শিক্ষকদের মর্যাদা, পেশাগত উন্নয়ন, শিক্ষার্থীদের মানসিক ও নৈতিক বিকাশ, শিক্ষার সমান সুযোগ এবং নৈতিক শিক্ষা নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। এই আলোচনায় শিক্ষাব্যবস্থার উন্নতি এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে শিক্ষকদের ভূমিকা ও দায়িত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয়।

জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক নাসির উদ্দিন আশরাফীর সঞ্চালনায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন, আইসিটি) ফাহমিদা হক, জেলা শিক্ষা অফিসার মো. শফি উল্ল্যাহ, ফেনী সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবদুল গণিসহ জেলা ও উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন।