ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ করেছে ফেনী সরকারি কলেজের ডিগ্রি পড়ুয়া শিক্ষার্থীরা। রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কলেজ ক্যাম্পাসে আয়োজিত বিক্ষোভে গণহত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে তারা।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানায়, গত ৪ আগস্ট মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে ফেনী কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী সরওয়ার জাহান মাসুদসহ অনেক ছাত্র-জনতা প্রাণ হারিয়েছেন। তাদের হত্যাকারীদের এখনও আইনের আওতায় আনা হয়নি।

বিক্ষোভে ‘মাসুদ শ্রাবণ মুগ্ধ,শেষ হয়নি যুদ্ধ’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিব না’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে?’ রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’ ইত্যাদি নানা শ্লোগানে গণহত্যার বিচার দাবি জানায় শিক্ষার্থীরা।

বিক্ষোভে অংশ নেওয়া ফেনী কলেজের ডিগ্রি ৩য় বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান জানায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত ডিগ্রির ১ম বর্ষের শিক্ষার্থী শহিদ মাসুদসহ সকল শহিদদের স্মরণে ও হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে এ বিক্ষোভের আয়োজন করা হয়েছে।

ডিগ্রি ১ম বর্ষের আরেক শিক্ষার্থী কামরুল হাসান বলেন, আমাদের ডিপার্টমেন্টের মাসুদ তার ভাইকে নিয়ে আন্দোলনে গিয়েছিল। আন্দোলনে সন্ত্রাসীদের গুলি তার বুকে লাগে। গুলিবিদ্ধ মাসুদের প্রাণ বাঁচাতে হাসপাতালে নিতে চাইলে আওয়ামী লীগের নেতাকর্মীরা বাধা দিয়েছে। তারা মাসুদকে নির্মমভাবে হত্যা করেছে। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে।