সনাতন ধর্মাবলম্বীদের সবথেকে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিতে পূজামন্ডপ পাহারা দেবে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। পাশাপাশি অন্য কেউ যাতে হিন্দু ধর্মাবলম্বীদের উপর অবিচার করতে না পারে এ ব্যাপারে নেতাকর্মীরা সতর্ক থাকবে বলে জানিয়েছেন জামায়াতের ফেনী জেলা আমির একেএম শামছুদ্দীন। গত শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে শহরের ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারে ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে ফেনী শহর জামায়াত ইসলামী। সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

একেএম শামছুদ্দীন বলেন, ৫ আগস্ট দেশে নতুন স্বাধীনতা অর্জনের পর থেকে টানা ১৫দিন জামায়াত-শিবির নেতাকর্মীরা ফেনীর বিভিন্ন গ্রামগঞ্জে মন্দির পাহারা দিয়েছে। ফেনীর কোথাও কোন মন্দির কিংবা অন্যান্য উপাসনালয়ে কেউ ক্ষতি করতে পারেনি।

তিনি বলেন, জামায়াতের আমীর ডা: শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন সামনে হিন্দু ধর্মাবলম্বীদের যে বড় উৎসব রয়েছে সেই উৎসবেও জামায়াত-শিবির নেতাকর্মীরা নিরাপত্তা দেয়ার জন্য মন্দির পাহারা দেবে। দেশের নাগরিক হিসেবে আপনাদেরও সকল সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার রয়েছে। কোন কুচক্রী মহল যাতে অন্যায়ভাবে অবিচার করতে না পারে সেই জন্য জামায়াত-শিবির সতর্ক অবস্থানে থাকবে।

সমস্যা হলে জামায়াতকে অবিহিত করার আহবান জানিয়ে জেলা জামায়াত আমির বলেন, আপনারা যে কোন সমস্যা হলে জামায়াতকে অবহিত করবেন। নিরাপদে যেন উৎসবটি করতে পারেন জামায়াত ইসলামী সবধরনের সহযোগিতা করবে। ইসলামীর কাজই হচ্ছে সাধারণ মানুষের সেবা করা। আমাদের অন্য কোন উদ্দেশ্য নেই।

জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল হান্নান বলেন, ৫ আগস্টের পরে দেশের বিভিন্ন জায়গায় মন্দির বা উপসনালয়ে হামলা হলেও ফেনীর কোথাও কোন ঘটনা ঘটেনি। জামায়াত-শিবিরের কর্মীরা নিরাপত্তায় কাজ করেছে। আগামীতে হিন্দু ভাইদের দুর্গাপূজা নির্বিঘে পালনে তাদের সাথে মতবিনিময় করা হয়েছে। তাদের নিরাপত্তায় আমরা সবসময়ই তাদের পাশে থাকব।

জেলা জামায়াতের প্রচার সম্পাদক আ.ন.ম আবদুর রহীম বলেন, জামায়াত-শিবির নেতাকর্মীরা হিন্দু ভাইয়দের সাথে সবসময় সৌহাদ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখে। তবে কিছু কুচক্রী মহল অপপ্রচারে লিপ্ত থাকে। সংখ্যালঘুদের ওপর হামলার গুজব ছড়ায়। আগামী দুর্গাপূজাতেও মন্দিরের নিরাপত্তায় জামায়াত শিবিরের কর্মীরা কাজ করবে।

সভায় শহর জামায়াতের আমীর মোহাম্মদ ইলিয়াসের সভাপতিত্বে ও সেক্রেটারি ইঞ্জিনিয়ার নজরুল ইসলামের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রচার সম্পাদক আ.ন.ম আবদুর রহীম, শহর সহকারি সম্পাদক মাওলানা সামাউন হাসান। এতে বক্তব্য রাখেন জাতীয় হিন্দু মহাজোট ফেনী জেলা সভাপতি অজিত বরন দাস, সহ-সভাপতি বলরাম দেবনাথ, জোটের সম্পাদক হরে কৃষ্ণ বনিক, জামায়াত নেতা মাহমুদুল হক চৌধুরী মনির। এসময় ফেনী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের জামায়াতের আমির ও কমিটির নেতারা অংশ নেন।