ফেনী ইউনিভার্সিটিতে বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা ও পরিবেশ পর্যবেক্ষণ নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে ইউনিভার্সিটির কেন্দ্রীয় মিলনায়তনে জাইকা অ্যালমনাই এসোসিয়েশন অব বাংলাদেশ (জ্যাব) এর উদ্যোগে উক্ত সেমিনারের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাইকা বাংলাদেশ কার্যালয়ের চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তোমোহিদি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম. জামালউদ্দীন আহমদ।
প্রধান অতিথি তার বক্তব্যে ফেনীর সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। তিনি বলেন, জাইকা বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান এবং বাংলাদেশ জাপানের সবচেয়ে বড় সহযোগী গ্রহীতা দেশ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি আরও উল্লেখ করেন যে, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোগত প্রকল্প, যেমন মেট্রো রেল ও মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়নে জাইকা অর্থায়ন করছে। জাপান সবসময় বাংলাদেশের উন্নয়নের যাত্রায় পাশে থাকবে বলে তিনি আশ্বাস দেন।
বিশেষ অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, পরিবেশ রক্ষায় পলিথিন নিষিদ্ধকরণ এবং বিপজ্জনক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে জীববৈচিত্র্য সংরক্ষণে সকলের সচেতনতা প্রয়োজন। বাতাস, পানি, ভূমি ও বন্যপ্রাণীসহ প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ গঠন করা অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন, বর্তমান সরকারের পলিথিন নিষিদ্ধকরণের উদ্যোগকে সফল করতে সকলে একযোগে কাজ করা উচিত।
জ্যাব-এর প্রেসিডেন্ট ড. মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাইকা অ্যালমনাই এসোসিয়েশন-এর মহাসচিব অধ্যাপক ড. আবদুল হানিফ তাবলু।
এ সময় ইউনিভার্সিটির ট্রেজারার অধ্যাপক তায়বুল হক রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা কামাল, জ্যাব-এর ট্রেজারার ফজলুর রহমান, ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক হারুন আল রশিদ, আইকিউএসি'র পরিচালক অধ্যাপক ড. তোফায়েল আহমেদ, প্রক্টর মো. আয়াতুল্লাহসহ কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।