ফেনী শহরের যানজট ও ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়নে পুলিশ বদ্ধপরিকর বলে জানিয়েছেন পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) শহরের জিরো পয়েন্টে ট্রাফিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে পথচারী, যাত্রী ও চালকদের সাথে কথা বলে পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন দিক নির্দেশনা দেন।
পরে সাংবাদিকদের সাথে আলাপকালে পুলিশ সুপার বলেন, ফেনীতে যোগদানের পরই শহরের যানজট ব্যবস্থার উন্নয়নে পরিকল্পনা ও বাস্তবায়নের জন্য ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। নিজেদের অভিজ্ঞতা ও মেধাকে কাজে লাগিয়ে সেজন্য কাজ করছে ট্রাফিক পুলিশ সদস্যরা।
পুলিশ সুপার আরও বলেন, যানজট কমাতে কেবল পুলিশের উপর নির্ভর করে থাকলে চলবে না, এজন্য সমাজের সকল পর্যায়ের মানুষের সম্মিলিত প্রচেষ্টা থাকতে হবে।
তিনি আরও বলেন, বন্যার কারণে বিভিন্ন গ্রামগঞ্জ থেকে অনেকগুলো ব্যাটারীচালিত অটোরিকশা শহরে প্রবেশ করেছে, এতে যানজট বেড়েছে। যানজট নিরসনে প্রথমে সচেতনতার জন্য মাইকিং করব, পরে আস্তে আস্তে আইন প্রয়োগের দিকে যাব। আপনাদের সহযোগিতায় অচিরেই শহরের যানজট মুক্ত হবে।