ফেনী শহরের প্রধান সড়কগুলোতে যানজটের তীব্রতা অসহনীয় হয়ে উঠেছে। যানজটের কারণ হিসেবে শহরে অতিমাত্রায় ব্যাটারিচালিত রিকশা ও বৈধ-অবৈধ সিএনজির চলাচল, যততত্র পার্কিং এবং রাস্তায় ও ফুটপাত দখলকে দায়ী করছেন সাধারণ মানুষ।
যানজটে ভোগান্তি পোহাতে হচ্ছে স্কুল-কলেজের শিক্ষার্থী, পথচারীসহ কর্মস্থলমুখী মানুষদের। তাদের অভিযোগ, শহরের যানজট থাকলেও আগের চাইতে কয়েকগুণ বেড়েছে। তীব্র যানজটের কারণে দিনের অর্ধেক সময় গাড়িতে কেটে যাচ্ছে। এছাড়াও কেউ কেউ যানজট দেখে গাড়ি থেকে নেমে অর্ধেক পথ পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছে বলে জানা যায়।
রোববার (৮ সেপ্টেম্বর) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, শহরের প্রাণকেন্দ্র ট্রাংক রোড়, মিজান রোড়, মহিপাল, সদর হাসপাতাল মোড়, তাকিয়া রোড, কলেজ রোড, স্টেশন রোড, ডাক্তার পাড়ার মোড়সহ শহরের প্রধান সড়কগুলোতে সিএনজি, অটোরিকশা, প্যাডেল চালিত রিকশা, ভ্যান, মোটরবাইকসহ নানা যানবাহনের লম্বা লাইন লেগে আছে রাস্তায়। সড়কের আশে-পাশের ফুটপাত দখল হওয়ায় পথচারীরা রাস্তায় চলাচল করেছে। এছাড়া, বিভিন্ন ভবন, মার্কেট ও দোকানের সামনে মোটরবাইক, সিএনজি, রিকশাসহ ব্যাক্তিগত গাড়ি পার্কিং অবস্থায় দেখা যায়।
ছাগলনাইয়া থেকে আসা নুরুল করিম দৈনিক ফেনীকে বলেন, শারীরিক পরীক্ষা করার জন্য শহরে এসেছি কিন্তু একদিকে যানজট অন্যদিকে অতিরিক্ত গরমে গাড়ির মধ্যে বসে থাকতে অসহ্য লাগতেছে।
এ নিয়ে নাজিয়া আক্তার নামের আরেক পথচারী দৈনিক ফেনীকে বলেন, মেয়েকে স্কুল থেকে বাসা নেওয়ার জন্য বের হয়েছি কিন্তু রাস্তায় জ্যামের কারণে এখনও মেয়ের স্কুলে পৌঁছাতে পারিনি।
পৌর শহরের বাসিন্দা শাহ আলম দৈনিক ফেনীকে বলেন, ব্যাটারিচালিত রিকশা যেহারে বাড়ছে শহরে যানজট তীব্র হওয়ার এটি অন্যতম কারণ। এগুলো প্রধান সড়কে চালানোর কোনো সুযোগ না থাকলেও কোনো কিছুর তোয়াক্কা না করেই দেদারসে শহরে দাপিয়ে বেড়াচ্ছে। শুধু যানজট নয় এগুলোর দ্রুত চলার কারণে রাস্তার অনেক সময় দুর্ঘটনাও ঘটছে।
এ বিষয়ে শহরের লোকমান ভূঞা নামে আরেক ব্যবসায়ী দৈনিক ফেনীকে বলেন, শহীদ মিনারের সামনে তো মনে হয় মেলা বসেছে৷ পুরো শহীদ মিনার জুড়ে ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা নিজেদের ব্যবসা চালাচ্ছে শহরে যানজট সৃষ্টি করে। তাদের দোকানের ক্রেতারা রাস্তায় দাঁড়িয়ে ভিড় জমায় যার কারণে এ যানজট আরও তীব্র হয়েছে।
আইনের তোয়াক্কা করছে না চালক
যানজট নিরসনে ট্রাফিক পুলিশ গলদঘর্ম হলেও যানবাহন চালকরা আইনকে তোয়াক্কা করছে না। যানজট প্রসঙ্গে নিজেদের প্রচেষ্টার কথা উল্লেখ করে ট্রাফিক পুলিশ বলছে, চালকরা পুলিশের কথা মানছে না, আইনের তোয়াক্কা করছে না। এছাড়াও শহরের অবৈধ সিএনজি প্রবেশ, ব্যাটারিচালিত রিকশার হার বৃদ্ধি ও যততত্র পার্কিং- তীব্র যানজট সৃষ্টির অন্যতম কারণ হিসেবে দেখছে ফেনীর ট্রাফিক পুলিশ।
এ প্রসঙ্গে প্রসঙ্গে ফেনী জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক মোঃ আনোয়ারুল আজীম মজুমদার দৈনিক ফেনীকে বলেন, ব্যাটারিচালিত রিকশাগুলো শহর দখল করেছে। এ রিকশাগুলোর প্রধান সড়কে চলার নিয়ম না থাকলেও নিয়ম ভঙ্গ করে চালাচ্ছে তারা। ডাম্পিং ব্যবস্থা না থাকার কারণে রিকশাগুলো জব্দ করা যাচ্ছে না। অন্য শহর থেকে সিএনজি-রিকশার আনাগোনাও বেড়েছে যেটির কারণে যানজট আরও তীব্র হচ্ছে।
তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে গাড়ি চালকরা ট্রাফিক পুলিশের কথা মানছে না। আইন ভেঙ্গে যত্রতত্র গাড়ি চালাচ্ছে এবং রাস্তার গাড়ি পার্কিং করছে। যানজট নিরসন করা ট্রাফিক পুলিশের একার পক্ষে সম্ভব নয়। এটি নিরসন করতে ট্রাফিক পুলিশের পাশাপাশি সকল শ্রেণি-পেশার মানুষজনকে সচেতন হয়ে একযোগে কাজ করতে হবে বলে উল্লেখ করেন ফেনীর এই ট্রাফিক কর্মকর্তা।