গত ২৪ ঘন্টায় ফেনীর ৫৭৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে নতুন করে আরও ১৩৬ জনের কভিড-১৯ শনাক্ত হয়েছে এবং এ সময়ের ব্যবধানে আরও দুইজনের মৃত্যু ঘটেছে। আজ বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে এসব তথ্য জানায় ফেনী জেলা স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান শাখা। নমুনা পরীক্ষা অনুপাতে গড় শনাক্তের হার ২৩.৬১ শতাংশ। পজিটিভ শনাক্তকৃতদের মধ্যে আরটিপিসিআর ল্যাবে ৮৮ জন এবং র্যাপিড এন্টিজেন টেস্টে ৪৮ জন শনাক্ত করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগের একই সূত্র জানায়, নতুন শনাক্তকৃতদের মধ্যে ফেনী সদরে ৩৬ জন, দাগনভূঞায় ৪৫ জন, সোনাগাজীতে ৯ জন, ছাগলনাইয়ায় ২৪ জন, পরশুরাম ১৮ জন এবং ফুলগাজীতে ৪ জন রয়েছে।
স্বাস্থ্যবিভাগ জানায়, আজ পর্যন্ত জেলায় মোট কোভিড-১৯ শনাক্তকৃত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৫২১ জন। মৃত্যু হয়েছে মোট ৯৭ জনের।
একই সূত্র জানায়, আজ পর্যন্ত করোনা পরীক্ষার জন্য ফেনীতে ৩২ হাজার ৩৪৫টি নমুনা সংগ্রহ করা হয়েছে। গতকাল বুধবার পর্যন্ত ফেনীতে টেলিমেডিসিন সেবা নিয়েছেন ৭৩ হাজার ৩৯২ জন।
অন্যদিকে করোনা আক্রান্তদের মধ্যে ফেনীর বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৯৯ জন রোগী। হোম আইসোলেশনে রয়েছেন ২ হাজার ১২৬ জন।