গত ২৪ ঘন্টায় ফেনীর ৫০১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে নতুন করে আরও ১৫২ জনের কভিড-১৯ শনাক্ত হয়েছে। শনাক্তের সংখ্যায় এটিই এ যাবতকালে ফেনীতে একদিনে সর্বোচ্চ। আজ রবিবার (১১ জুলাই) দুপুরে এসব তথ্য জানায় ফেনী জেলা স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান শাখা।
স্বাস্থ্য বিভাগের একই সূত্র জানায়, নতুন শনাক্তকৃতদের মধ্যে ফেনী সদরে ৭২ জন, দাগনভূঞায় ২২ জন, সোনাগাজীতে ১০ জন, ছাগলনাইয়ায় ২৫ জন, পরশুরামে ১৬ জন এবং ফুলগাজীতে ৭ জন রয়েছে।
স্বাস্থ্যবিভাগ জানায়, আজ পর্যন্ত জেলায় মোট কোভিড-১৯ শনাক্তকৃত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৫৩ জন। মৃত্যু হয়েছে মোট ৮০ জনের।
একই সূত্র জানায়, আজ পর্যন্ত করোনা পরীক্ষার জন্য ফেনীতে ২৬ হাজার ৭৮৯ টি নমুনা সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে ২৬ হাজার ৫৪১ টি নমুনার ফলাফল পাওয়া গেছে। গতকাল শনিবার পর্যন্ত ফেনীতে টেলিমেডিসিন সেবা নিয়েছেন ৬৭ হাজার ২৭৭ জন।
এদিনে ২৫০ শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে সর্বোচ্চ ১৪১ জন রোগী ভর্তি রয়েছে বলে জানান আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইকবাল হোসেন ভূঁইয়া।