আজ বৃহস্পতিবার (১ জুলাই) দুপুরের দিকে ফেনীর ফুলগাজীতে মুহুরী বাঁধের দুই স্থানে এবং পরশুরামের বক্সমাহমুদ ইউনিয়নের সাতকুচিয়া গ্রামে কহুয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙ্গে লোকালয় প্লাবিত হয়েছে। বক্সমাহমুদ ইউপি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী জানান, দুপুরে বাঁধ ভাঙ্গন ঠেকাতে চেষ্টাকালে তিনজন স্থানীয় ব্যক্তি আহত হয়েছে।
এর আগে মাত্র মাস খানেক আগে ৬ জুন ফুলগাজী সদর ইউনিয়নের ঘনিয়ামোড়াতে বাঁধ ভেঙে ফসলি জমি প্লাবিত হয়।
ক্ষতিগ্রস্ত মানুষ ও পানি উন্নয়ন বোর্ড ফেনীর উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আখতার হোসাইন জানান, ফুলগাজী বাজারের পাশে উত্তর দৌলতপুরে বাঁধ ভাঙনে চারটি গ্রাম ও ফুলগাজী বাজার প্লাবিত হয়েছে। এছাড়া একই উপজেলার জয়পুরে বাঁধ ভেঙে আরও তিনটি গ্রাম প্লাবিত হয়েছে।
আখতার হোসাইন জানান, অতিবর্ষণে মুহুরী নদীতে পানি বিপদসীমার সর্বোচ্চ ১০৫ সেমি উপর দিয়ে প্রবাহিত হয়েছিল। তবে আজ সন্ধ্যার ৭ টার দিকে নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন জানান, পানি কমতে শুরু করেছে। বিকাল ৬টা নাগাদ পানি বিপদসীমার ৫৫ সেমি উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
উল্লেখ্য বাঁধ ভেঙে প্লাবনে তলিয়ে যায় ফুলগাজী বাজার, ফেনী-পরশুরাম আঞ্চলিক মহাসড়ক, গ্রামীণ রাস্তাঘাট, মৎস্য ঘের, ফসলের বীজতলা।
এদিকে ভাঙ্গনস্থল পরিদর্শন করেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মোঃ মাহামুদ উল-হাসানসহ প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।
ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌসি বেগম জানান, প্রশাসনের পক্ষ হতে জরুরী ভিত্তিতে ৫শ জনকে শুকনো খাবারের ব্যবস্থা করা হচ্ছে।
বাঁধে বারবার ভাঙনের প্রতিক্রিয়ায় ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুুল আলিম বলেন, প্রতি বছর বন্যার ফলে কৃষক ও কৃষির ক্ষতি হয় কিন্তু স্থায়ী সমাধান মিলছে না।