গত ২৪ ঘন্টায় ফেনীতে করোনা আক্রান্ত হয়ে আরও ২ ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃতদের দুইজনই পুরুষ এবং সোনাগাজীর বাসিন্দা। এ তথ্য জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে ৭৪ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে একই সময়ের ব্যবধানে ফেনীর ১৮৫টি নমুনা পরীক্ষা করে আরও ৫৭ জনের করোনা শনাক্ত করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার প্রায় ৩০.৮১ শতাংশ।
এ নিয়ে জেলায় মোট শনাক্তকৃত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫১২ জন। জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন শনাক্তকৃতদের মধ্যে ফেনী সদরে ২৯ জন, দাগনভূঞায় ৩ জন, সোনাগাজীতে ৪ জন, ছাগলনাইয়ায় ৯ জন, পরশুরামে ১০ জন এবং ফুলগাজীতে ১ জন রয়েছে। এছাড়া ফেনীর বাইরের একজন রোগী রয়েছেন।
এদিকে ২৫০ শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালে কোভিড সাসপেক্টেড হয়ে ৯১ জন ভর্তি রয়েছে বলে জানিয়েছেন আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডা: ইকবাল হোসেন ভূইয়া। তিনি জানান, এর মধ্যে ২৬ জনের কোভিড শনাক্ত হয়েছে। ৬৯ জনের শ্বাসকষ্ট দেখা দেয়ায় অক্সিজেন দিতে হচ্ছে।
স্বাস্থ্যবিভাগ জানায়, আজ পর্যন্ত আক্রান্তদের মধ্যে ৩ হাজার ৮৩৪ জন রোগী সুস্থ হয়েছে। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩ জন রোগী। হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৫৭৩ জন।
আজ বৃহস্পতিবার (১ জুলাই) পর্যন্ত করোনা পরীক্ষার জন্য ফেনীতে ২৪ হাজার ৫৭৫টি নমুনা সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে ২৪ হাজার ৪৬০টি নমুনার ফলাফল পাওয়া গেছে। নমুনা পরীক্ষা বিবেচনায় মোট শনাক্তের হার ১৮.৪৪ শতাংশ।
গতকাল পর্যন্ত ফেনীতে টেলিমেডিসিন সেবা নিয়েছেন ৬৫ হাজার ২৬৭ জন।