ফেনীতে করোনা ভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির হার ঠেকাতে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত সব ধরনের জনসমাগম নিষিদ্ধ ঘোষণা করেছে ফেনী জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুরে এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করেন জেলা প্রশাসক (রুটিন দায়িত্ব) ড. মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম।
এতে জানানো হয়, আগামী ১৪ এপ্রিল পর্যন্ত সব ধরনের সভা, সমাবেশ, সকল কমিউনিটি/ কনভেনশন সেন্টারে বিয়ে ও যে কোন সামাজিক অনুষ্ঠান বন্ধ থাকবে।
এছাড়া সকল বিনোদন কেন্দ্র, পর্যটন স্পট, সিনেমা হল, থিয়েটার হল, মেলা ইত্যাদির আয়োজন ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে ফেনীর জনসাধারণ এবং ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নির্দেশনা মেনে চলতে অনুরোধ করা হয়। একই সাথে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গত ২৯ মার্চ ১৮ দফা নির্দেশনাও প্রতিপালনের জন্য বলা হয়।
ড. মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম জানান, কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণের প্রাদুর্ভাব দ্রুতগতিতে বৃদ্ধির ফলে গতকাল বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস সরকারের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ভার্চুয়ালি সভা করেন। সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়।