ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে ৩টি ছোরাসহ ২ জন দুষ্কৃতিকারীকে আটক করেছে র্যাব-৭।
আটককৃতরা হলেন- ফেনী জেলার দাগনভূঞা থানার জয়নারায়ণপুরের ছেলে মো. হারুনের ছেলে মো. সৌরভ হোসেন সাইমুন (২২) ও একই জেলার দক্ষিণ কাশিমপুরের মো. ইব্রাহীমের ছেলে মো. মেহেদী হাসান (১৯)।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ফেনী মডেল থানার রতনপুর এলাকা থেকে তাদের আটক করা হয়েছে র্যাব-৭’র সহকারী অফিসার (মিডিয়া) মোহাম্মদ মাহমুদুল হাসান মামুন স্বাক্ষরিত এক প্র্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে ফেনীর রতনপুর এলাকায় সশস্ত্র ব্যক্তিরা ডাকাতি করবার উদ্দেশ্যে অবস্থান করছে। খবর পেয়ে র্যাবের একটি দল অভিযানে যায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় দুইজনকে আটক করা হয়। পরে আটককৃতদের দেহ তল্লাশি করে ৩টি ছোরা এবং ডাকাতি করার জন্য ব্যবহৃত ১টি সিএনজি জব্দ করা হয়।