বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবীতে ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। আজ শনিবার (২৯ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে ট্রাংক রোডের প্রেস ক্লাবের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে তাকিয়া রোডে গিয়ে শেষ হয়।


জেলা আহ্বায়ক শেখ ফরিদ বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন আলালের নেতৃত্বে মিছিলে অংশ নেন যুগ্ম-আহবায়ক এয়াকুব নবী ও আনোয়ার হোসেন পাটোয়ারি, স্বেচ্ছাসেবক দল সভাপতি সাইদুর রহমান জুয়েল ও সাধারন সম্পাদক এসএম কায়সার এলিন, ছাত্রদল সভাপতি সালাউদ্দিন মামুন।

এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিভিন্ন স্লোগান দেন।