ফেনী জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির সভাপতি এ্যাডভোকেট আকরামুজ্জমান ও পুণ:নির্বাচিত সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ফেনী জেলা আওয়ামী যুবলীগ।
সোমবার (২৮ অক্টোবর) বিকালে নিজাম উদ্দিন হাজারীর বাড়ির আঙ্গিনায় জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন ও সাধারণ সম্পাদক রাজীব চৌধুরীর নেতৃত্বে, জেলা আওয়ামী লীগের নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানায় যুবলীগের সাতটি সাংগঠনিক ইউনিট ও কার্যনির্বাহী কমিটি।
এসময় যুবলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী জেলা আওয়ামীলীগের সভাপতি সম্পাদককে ফুল দিয়ে বরণ করে এবং শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলে।