জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেনীর সংসদীয় আসনের মনোনয়নপ্রত্যাশী নেতাদের ঢাকায় ডেকেছে বিএনপি। গতকাল রোববার (২৬ অক্টোবর) বিকেলে ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে নেতাদের সঙ্গে মতবিনিময় করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
ফেনী জেলা বিএনপির শীর্ষ পর্যায়ের একটি সূত্রে জানা যায়, সভায় নির্বাচনে দল বা জোটের পক্ষ থেকে একক প্রার্থী ঘোষণা ও মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এছাড়াও কোনোভাবেই দল মনোনীত প্রার্থীর বাইরে যাওয়া যাবে না-এমন কড়া নির্দেশনাও দেওয়া হয়। আগামী কয়েক দিনের মধ্যেই প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীদের তালিকা আসবে বলে জানানো হয়েছে।
জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী বলেন, নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতিটি বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে ধারাবাহিকভাবে মতবিনিময় করছেন। সেই ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবেই চট্টগ্রাম বিভাগের মনোনয়নপ্রত্যাশী নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। এতে দলের পরবর্তী কর্মপন্থা ও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়েছে। আগামী নির্বাচনে সকলকে দলের মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি এ নির্দেশনার কোনো ব্যত্যয় ঘটলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে।
এ ব্যাপারে কথা হয় জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঙ্গে। দৈনিক ফেনীকে তিনি বলেন, প্রাথমিকভাবে দলের একক প্রার্থী ঘোষণার জন্য সকল ধরনের যাচাই-বাছাই কার্যক্রম শেষ হয়েছে। বৈঠকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের সিদ্ধান্ত অনুযায়ী একক প্রার্থী বা জোটের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে নির্দেশনা দিয়েছেন। বিএনপিতে বিদ্রোহী হওয়ার সুযোগ নেই। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম বা লোকেমুখ যেসব ‘গ্রিন সিগন্যালের’ কথা চলছে এসবের কোনো ভিত্তি নেই।
স্থানীয় বিএনপি নেতারা জানান, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলীয় প্রার্থীদের বাছাই একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ, এবার বিএনপি চাইছে জনগণের ভোটের অধিকার পুনরুদ্ধারে একটি শক্ত ও গ্রহণযোগ্য প্রার্থী তালিকা দিতে। কেন্দ্রীয় সাক্ষাৎকার শেষে মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের আগামী মাসের শুরুতেই নিজ নিজ এলাকায় গণসংযোগ ও প্রচার কাজে নামতে নির্দেশ দেওয়া হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
