বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনের কর্মসূচি গ্রহণ করেছে ফেনী জেলা যুবদল। গতকাল শনিবার (২৫ অক্টোবর) রাতে শহরের একটি রেস্টুরেন্টে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এমন তথ্য জানানো হয়েছে।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, এবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আগামীকাল সোমবার (২৭ অক্টোবর) বিকেল ৩টায় শহরের মিজান ময়দান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহিদ শহিদুল্লা কায়সার সড়ক হয়ে ওয়াপদা মাঠে গিয়ে শেষ হবে। এছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের পক্ষ থেকে ২৮ অক্টোবর সকাল ১১টায় ফুলগাজীতে সামাজিক কর্মকাণ্ড ও ২৯ অক্টোবর সকালে শহরের মুক্তবাজারে এক টাকার বাজার ও দরিদ্রদের খাবার বিতরণ করা হবে।
একইসঙ্গে ৩১ অক্টোবর বিকেল ৩টায় শিল্পকলা একাডেমিতে জেলা যুবদলের নেতাকর্মীদের তথ্য সম্বলিত একটি ওয়েবসাইট উদ্বোধন, নেতাকর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা ও আলোচনা সভা করা হবে।
জেলা যুবদলের আহবায়ক নাসির উদ্দিন খন্দকার বলেন, বিএনপি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। আবার বিএনপির সবচেয়ে বড় অঙ্গ সংগঠন যুবদল। সেদিক থেকে একজন রাজনৈতিক ও সমাজকর্মী হিসেবে যুবদলকে একটি দায়িত্বশীল সংগঠনে রূপ দিতে কাজ করছি। তারই ধারাবাহিকতায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এতে আরও বক্তব্য দেন জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্যাহ চৌধুরী বরাত ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন। এ সময় জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
