ব্যানারে ছবি না থাকায় মিরসরাইয়ে বিএনপির মতবিনিময় সভা ও কর্মী সমাবেশে হামলার অভিযোগ উঠেছে। শনিবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে স্থানীয় আশরাফুল উলুম নুরানী মাদরাসা মাঠে সমাবেশের আয়োজন করা হয়েছিলো। হামলায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১০জন কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দুর্গাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. জসিম উদ্দিন বলেন, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মতবিনিময় সভা ও কর্মী সমাবেশের আয়োজন করার সিদ্ধান্ত গৃহিত হয়। তারই ধারাবিহকতায় শনিবার দুর্গাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা ও কর্মী সমাবেশ চলাকালে ইউনিয়ন যুবদলের সদস্য জামশেদের নেতৃত্বে ১০-১২ জন বহিরাগত লোক লাঠিসোঠা নিয়ে নেতাকর্মীদের উপর হামলা করে এবং বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, বিএনপি চেয়ারম্যাপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সংবলিত ব্যানার ছিঁড়ে ফেলে। হামলায় আহত হন দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সদস্য জেবাউল হক, জয়নাল আবেদীন, এমদাদ উদ্দিন, ইউনিয়ন যুবদলের সদস্য মোশাররফ হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা জাসাসের সদস্য এহছানুল হক তামিম, উপজেলা ছাত্রদলের সদস্য ইকবাল হোসেন, দুর্গাপুর ইউনিয়ন ছাত্রদলের সদস্য মেহেদী, পারভেজ, পারভেজ (জুনিয়র)।
তিনি আরো বলেন, মিরসরাইয়ে বিএনপির যেকোন অনুষ্ঠান করতে হলে ব্যানারে সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিনের ছবি বাধ্যতামূলক রাখতে হবে বলে জানায় জামশেদ। তা না হলে ভবিষ্যতে কোন অনুষ্ঠান করা যাবে না। এটি বলতে বলতে তারা অনুষ্ঠানে চেয়ার ভাংচুর ও উপস্থিত নেতাকর্মীদের মারধর করেন। সমাবেশে হামলার বিষয়ে উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী ও সদস্য সচিব গাজী নিজাম উদ্দিনকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।