শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছে জামায়াতে ইসলামী। শনিবার (৫ অক্টোবর) শহরের জয়কালী মন্দির প্রাঙ্গণে আয়োজিত মতবিনিময়ে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশের সূরা সদস্য ও জেলা জামায়াতের সাবেক আমীর অধ্যাপক লিয়াকত আলী ভুইয়া।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। আল্লাহর জমিনে আমরা সবাই মানুষ। ধর্মীয় কারণে আমাদের মাঝে কোনো বিভাজন করা যাবে না। আমরা সবাই এদেশের নাগরিক। যেমন, হিন্দ, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ও জৈন সবাই মানুষ।
তিনি আরো বলেন, কোনো ধর্মীয় উপাসনালয়ে হামলা করাকে আল্লাহ কোরআনে হারাম ঘোষণা করেছেন। আপনাদের মন্দির আপনারা পাহারা দিবেন, অন্য কেউ লাগবে না। আপনারা শিরদাঁড়া সোজা করে দাঁড়ান এবং সানন্দে দুর্গাপূজা পালন করুন।
জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি হিরা লাল চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা জামায়াতের আমীর একে.এম শামসুদ্দিন, নায়েবে আমীর অধ্যাপক আবু ইউসুফ, সেক্রেটারি মুফতি মাওলানা আবদুল হান্নান, সহসেক্রেটারি মাওলানা আবদুর রহীম, প্রচার সম্পাদক আ ন ম আবদুর রহীম।
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সহদেব চন্দ্র দাসের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শুকদেব নাথ, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক পার্থ পাল চৌধুরী, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি সমর দেবনাথ প্রমুখ।