ফেনীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘোষিত রাষ্ট্র সংস্কারে ৭ দফা প্রস্তাবনা বাস্তবায়নের দাবিতে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২ অক্টোবর) দুপুরে শহরের কেন্দ্রীয় শহিদ মিনারে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী শহর ও সদর উপজেলার আয়োজনে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী শহর সভাপতি মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ ও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব জান্নাতুল ইসলাম।

গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলনের আমীর বলেন, বিগত ১৬ বছরে যারা দেশকে অর্থনৈতিকভাবে ভঙ্গুর করে দিয়ে, দেশের টাকা বিদেশে পাচার করে দেশকে দেউলিয়া করে ফেলেছে এবং সর্বত্র জুলুম নির্যাতনের রাজস্ব কায়েম করে রেখেছিলো সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করতে হবে।

তিনি আরও বলেন, ১৯৭১ সালে দেশ স্বাধীন হলেও বিগত সরকারের আমলে আমরা স্বাধীন দেশে ছিলাম পরাধীন। ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের পরে আমরা স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি। তাই এ অর্জন আমাদের ধরে রাখতে হবে। এজন্য পরীক্ষিত দুর্নীতিবাজ, খুনি ও জুলুমবাজদের ক্ষমতায় নেওয়া যাবে না।

সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ বলেন, পাঠ্যপুস্তক সংশোধন কমিটিতে আলেম অন্তর্ভুক্তি না করা সুখকর নয়। সিলেবাসের অসঙ্গতি এবং পরিবর্তনের দাবিতে ইসলামপন্থী সংগঠনগুলো দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে আসছে। বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ধারাবাহিকভাবে অসঙ্গতিগুলো বিগত সরকারকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে সংশোধনের দাবি করে আসছে। কিন্তু আমরা অবাক বিস্ময়ে দেখলাম উপদেষ্টা সরকারেও ঘাপটি মেরে থাকা নাস্তিক-মুরতাদরা তৎপর। আমরা বলতে চাই শিক্ষা নিয়ে কোন চক্রান্ত মেনে নেওয়া হবে না। অবিলম্বে পাঠ্যপুস্তক সংশোধন কমিটিতে আলেম এবং ইসলামী স্কলারদের অন্তর্ভুক্ত করতে হবে।

ইসলামী আন্দোলন সদর উপজেলা সেক্রেটারি মাওলানা কে.এম বেলাল হোসাইন পাটোয়ারীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সভাপতি প্রিন্সিপাল মাওলানা নূরুল করীম, সহ-সভাপতি মাওলানা গাজী এনামুল হক ভূঁইয়া, মাওলানা রফিকুল ইসলাম ভূঁইয়া, সেক্রেটারি আলহাজ্ব মাওলানা একরামুল হক ভুঁইয়া, উপদেষ্টা মাওলানা কাজী গোলাম কিবরিয়া, মাওলানা মীর আহমদ মীরু, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ফেনী জেলা সাধারণ সম্পাদক মাওলানা আবদুর রাজ্জাক, ইসলামী আন্দোলন ফেনী জেলা সাংগঠনিক সম্পাদক মুফতী আবদুর রহমান ফরহাদ, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা আলাউদ্দিন সাবেরী, প্রশিক্ষণ সম্পাদক মুফতী হাবিবুর রহমান, চট্টগ্রাম মহানগরী শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক সাঈফ উদ্দিন শিপন, যুব আন্দোলন জেলা সভাপতি মুফতী সালাহউদ্দিন আইয়ুবী, ছাত্র আন্দোলন জেলা সভাপতি এইচ এম নুরুজ্জামান সহ শহর ও সদর উপজেলার নেতৃবৃন্দ।