ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে নিহত সাইদুল ইসলাম শাহী (২১) হত্যা মামলার পলাতক আসামি শাহ্ আলম প্রকাশ লাল শাহ্ আলমকে (৫০) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের সদস্যরা। বুধবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে সিলোনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব জানায়, শাহ্ আলম সাইদুল হত্যা মামলার এজাহারনামীয় আসামি। গ্রেপ্তারের পর তিনি হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা র‌্যাবের কাছে স্বীকার করেছে। মামলার পর থেকে গ্রেপ্তার এড়াতে তিনি আত্নগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড লকিয়ত উল্ল্যাহ সওদাগর বাড়ির রফিকুল ইসলামের ছেলে বারইয়ার হাট কলেজের শিক্ষার্থী সাইদুল ইসলাম শাহী গত ৪ আগস্ট ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে নিহত হন। পিঠে ৩টি ও কানের নিচে একটি গুলিতে ঝাঁঝরা হয় সাইদুলের শরীর। মহিপাল সার্কিট হাউজ রোডে পড়ে থাকে তাঁর নিথর দেহ, স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যুবরণ করেন তিনি। এ ঘটনায় গত ১৪ আগস্ট সাইদুলের পিতা বাদী হয়ে ফেনী মডেল থানায় ৯৪ জনের নামোল্লেখে এবং অজ্ঞাতনামা ১৫০ ব্যক্তিকে আসামি করে একটি হত্যা মামলা করেন।