সম্প্রতি ঈগল প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়েছে আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টি। নিবন্ধন পাওয়ার পর জেলা পর্যায়ে পূর্ণাঙ্গ কমিটি করার পাশাপাশি নির্বাচনকে লক্ষ্য করে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে রাজনৈতিক এ দলটি। ফেনী-২ আসনে দলের কেন্দ্রীয় সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জুকে সম্ভাব্য প্রার্থী হিসেবে সামনে রেখে দল গোছাতে কাজ করছে জেলা কমিটি। ইতোমধ্যে ৪১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি কেন্দ্রীয় কমিটির অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
এবি পার্টি ফেনী জেলার বর্তমান কর্মসূচি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দৈনিক ফেনীর সাথে কথা বলেছেন প্রস্তাবিত জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ফজলুল হক। দলের কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, এমন সময় গেছে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর হামলা হয়েছে, আমার নিজের উপর হামলা হয়েছে। কোন অনুষ্ঠান করতে দেয়নি। তবে এখন পরিবর্তিত পরিস্থিতিতে সবার রাজনীতি করার সহবস্থান রয়েছে। ইতোমধ্যে আমরা নিবন্ধন পেয়েছি এবং দল গোছানোর কাজ শুরু করেছি। বর্তমানে আমাদের সদস্য সংগ্রহের কাজ চলছে। ৪১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তবে সবকিছুর লক্ষ্য একটাই আগামীর সংসদ নির্বাচন।
তিনি বলেন, আমাদের দলের কেন্দ্রীয় সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু ফেনীর কৃতি সন্তান। আমরা দল হিসেবে নতুন হলেও দলের নেতৃবৃন্দ বহু আগে থেকে রাজনীতি করছেন। আমরা ফেনী-২ আসনে তাকে প্রার্থী হিসেবে সামনে রেখে কাজ করছি।
ফজলুক হক বলেন, দলীয় সিদ্ধান্ত আগামীতে কি হবে সেটি সময় বলে দিবে। জোটগতভাবে নির্বাচন করলে জোটের কাছে আমরা ফেনী-২ আসন চাইব। আর দলীয়ভাবে একক নির্বাচন করলে সেটিরও আগাম প্রস্তুতি নিয়ে রাখব। নির্বাচনে জয় পরাজয় পরের চিন্তা, তবে আমাদের লক্ষ্য ফেনী-২ আসনে আমাদের নেতাকে বিজয়ী করা।
বর্তমানে জেলা কমিটির কার্যক্রম উল্লেখ করে তিনি বলেন, ইতোমধ্যে সদস্য সংগ্রহের কাজ চলছে। ২-৩ দিনে ৫০ এর অধিক সদস্য দলে যোগদান করেছে। অতীতে জামায়াত থেকে একটি অংশ দলের সদস্যর মধ্যে আসলেও বর্তমানে অনেক সাধারণ মানুষও দলে যোগদান করছেন। জামায়াত-শিবির থেকে যারা এসেছিল অনেকে ফেরত গিয়েছে। তবে অন্য মানুষ যোগদান করছে।
তিনি আরও জানান, দল হিসেবে আমরা জেলা ও উপজেলা পর্যায়ে কাজ করছি৷ জেলা কমিটি কয়েকদিনের মধ্যে অনুমোদন হয়ে যাবে এরপরেই অন্যান্য উপজেলায় আমাদের কাজ শুরু হবে। এখন পর্যন্ত সোনাগাজী, ফেনী সদর ও ছাগলনাইয়াতে উপজেলা কমিটি রয়েছে। এগুলোর পাশাপাশি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন প্রক্রিয়াধীন রয়েছে।
দলের অঙ্গ ও সহযোগি সংগঠন গড়ার কাজ চলমান উল্লেখ করে তিনি বলেন, যুব পার্টি নামে আমাদের অঙ্গ সংগঠন গঠনের কাজ প্রায় শেষ পর্যায়ে। সদস্য সংগ্রহের পরেই সেটির কার্যক্রম শুরু হবে। পাশাপাশি স্বতন্ত্রভাবে ছাত্রপক্ষ ভাবে ছাত্র সংগঠনের কার্যক্রম শুরু হবে। যেটি দলের বাইরে স্বতন্ত্রভাবে কাজ করবে।
দল বর্তমানে রাষ্ট্র সংস্কারকে গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে অধ্যাপক ফজলুল হক বলেন, ২ বছর আগেই দল থেকে রাষ্ট্র সংস্কারের রূপরেখা দেওয়া হয়েছে। যেখানে ২ বছরের বেশি মেয়াদি রাষ্ট্র প্রধান না থাকার বিষয়ে ও দলীয় প্রধান যাতে রাষ্ট্র প্রধান না হয় সে বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা দলীয়ভাবেও সে চর্চা অব্যাহত রেখেছি। এখন রাষ্ট্র সংস্কার প্রয়োজন পরবর্তীতে আমরা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আশা করি। আওয়ামী লীগ সরকারের অধীনে মানুষ ভোটের অধিকার হারিয়েছে দল হিসেবে ভিন্নমত প্রকাশ করার সুযোগ পাইনি। অত্যাচার নির্যাতিত হতে হয়েছে, এখন আমরা সে অবস্থা থেকে বের হতে পেরেছি।
তিনি বলেন, আমরা অনেক অত্যাচারিত হলেও এখন মামলা হামলার কোন ইচ্ছা নেই। আমরা দলীয় কার্যক্রম নিয়েই থাকব। যাতে সুন্দর রাষ্ট্র বিনির্মানে অবদান রাখতে পারি। ছাত্র আন্দোলনের সময়েও এবি পার্টির নেতৃবৃন্দ সামনে থেকে কাজ করেছে। এখনও দেশের জন্য কাজ করছে।
এবি পার্টি ফেনীর বন্যা পরিস্থিতিতেও কাজ করেছে উল্লেখ করে তিনি বলেন, আমরা বন্যাকালীন সময়ে আশ্রয়কেন্দ্রগুলোতে খাবার পাঠিয়েছি। সেনাবাহিনীর মাধ্যমে ত্রাণ কার্যক্রমে কেন্দ্রীয়ভাবে অংশ নিয়েছি এবং পরবর্তীতে জেলা কমিটি দলীয়ভাবেও ত্রাণ সহযোগিতা দিয়েছে।
এ বিষতে এবি পার্টির কেন্দ্রীয় সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু দৈনিক ফেনীকে জানান, যেহেতু দেশে একটি অন্তবর্তীকালীন সরকার চলছে। সামনে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী আমাদের প্রস্তুতি চলছে। একক ভাবে নির্বাচন করলে একরকম প্রস্তুতি হবে দলীয়ভাবে করলে একরকম সিদ্ধান্ত হবে। সেটি সময়ের সাপেক্ষে সিদ্ধান্ত হবে।
নিজের প্রার্থী হওয়ার বিষয়ে তিনি বলেন, দলীয়ভাবে সিদ্ধান্ত হবে তখন কি হবে না হবে। জোটবদ্ধ নির্বাচন করলে একরকম সিদ্ধান্ত হবে নয়ত ভিন্নরকম হবে। তবে আমাদের প্রস্তুতি থাকবে।
দলের সার্বিক প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, ডিসেম্বরে জাতীয় কাউন্সিল রয়েছে। সে হিসেবে জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠনের কাজ চলছে। তৃণমূল পর্যায়ে এবি পার্টির কার্যক্রম নিয়ে যাওয়ার লক্ষ্য আমরা কাজ করছি।
উল্লেখ্য, প্রস্তাবিত এবি পার্টির ফেনী জেলা কমিটিতে মাস্টার আহছান উল্ল্যাহকে সভাপতি ও অধ্যাপক ফজলুল হককে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।