গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার র্যাবের হাতে গ্রেপ্তার ফেনী পৌর যুবলীগ নেতা আবুল কালাম সোহেলকে বহিষ্কার করেছে জেলা যুবলীগ। একইসাথে তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (১৫ জুলাই) জেলা যুবলীগের দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন পাটোয়ারী স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
এ ব্যাপারে ফেনী পৌর যুবলীগ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবলু জানান, দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে সোহেলকে পদ থেকে অব্যাহতি ও দল থেকে বহিষ্কার করেছে জেলা যুবলীগ। কোন ব্যক্তির অপরাধের দায়ভার যুবলীগ নেবে না।
গত শনিবার (১৩ জুলাই) ভোরে মাদক গোপালগঞ্জ জেলা কাশিয়ানী থানার ভাটিয়াপাড়া গোলচত্বর বাসস্ট্যান্ড এলাকায় একটি মাইক্রোবাসে তল্লাশী চালিয়ে ১৯ কেজি গাঁজা উদ্ধার করে র্যাব-৬ সদস্যরা। এতে জড়িত থাকায় সোহেল ও তার সহযোগী আব্দুল মতিন (৪২) কে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে গোপালগঞ্জের কোটালীপাড়া থানায় হস্তান্তর করে র্যাব। গ্রেপ্তার সোহেল পৌর যুবলীগের উপ প্রচার সম্পাদক ছিলেন।