মহান মে দিবস উপলক্ষ্যে পরশুরামে উপজেলা শ্রমিক লীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। গতকাল রবিবার উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত ইফতারে অংশ নেন ফেনী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ফেনী জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসক খায়রুল বশর মজুমদার তপন, পরশুরাম উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল, বিশিষ্ট ব্যাংকার জালাল উদ্দিন আহমেদ চৌধুরী পাপ্পু, ফেনী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল করিম বাদল, বক্সমাহমুদ ইউপি চেয়ারম্যান আবদুল গফুর ভূইয়া। এসময় পৌর ওয়ার্ড কাউন্সিলর, শ্রমিক লীগের সভাপতি মোঃ আব্দুল রসুল মজুমদার, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আল মামুনসহ সকল শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপস্থিত অনুষ্ঠানে ফেনী জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হওয়ায় খায়রুল বশর মজুমদার তপনকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সুমন।